মহিলাদের স্তন, গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি করছে পুলিশ চাঞ্চল্যকর তথ্য ফাঁস
Connect with us

আন্তর্জাতিক

মহিলাদের স্তন, গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি করছে পুলিশ চাঞ্চল্যকর তথ্য ফাঁস

দীর্ঘদিন থেকেই অগ্নিগর্ভ হয়েছে ইরান, হিজাব বিরোধী (Iran Anti Hijab Protest )আন্দোলনে। কয়েকদিন থেকে বিদ্রোহ দমনের জন্য পৈচাসিক অত্যাচার চালাচ্ছে দেশটির সরকার।

Rate this post

ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন থেকেই অগ্নিগর্ভ হয়েছে ইরান, হিজাব বিরোধী (Iran Anti Hijab Protest )আন্দোলনে। কয়েকদিন থেকে বিদ্রোহ দমনের জন্য পৈচাসিক অত্যাচার চালাচ্ছে দেশটির সরকার। আসলে এমন এক চাঞ্চল্যকর খবর যা শুনলে আপনিও আতকে উঠবেন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাদের প্রতিবেদনে এমনটাই প্রকাশ করেছেন যে বিদ্রোহের মিছিলে থাকা মহিলাদের স্তন এবং গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি করছে ইরান পুলিশ।

সূত্রের খবর, বিদ্রোহীদের থামাতে ইরান পুলিশ ব্যবহার করছে পেলেট, এই পেলেট এসে সোজা শরীরের মাংস গেঁথে যাচ্ছে যার ফলে বহু বিদ্রোহী খুব দ্রুত আহত হচ্ছেন এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই । আরে হাসপাতাল থেকেই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে, হাসপাতালের এক মহিলা ডাক্তার জানান, “বয়স কুড়ির এক মেয়ে যাকে কালকে আমি তার গোপনাঙ্গ থেকে দুটি পেলেট বের করেছি এবং তার উরুতে এবং স্তন থেকেও কয়েকটি প্লেট বার করা হয়েছে। মেয়েটি আক্রান্ত অবস্থায় যখন হাসপাতালে আসে, তখন সে আমাকে জানায় পুলিশ মহিলাদের শরীরের বিভিন্ন অংশ লক্ষ্য করেই পেলেট ছুটছে। আমি স্তম্ভিত এই মেয়ের বদলে আমার মেয়েও হতে পারতো পুলিশের এই জঘন্য অত্যাচার শোভা পায় না”।

Iran Anti Hijab Protest

Iran Anti Hijab Protest

প্রসঙ্গত ১৬ ই সেপ্টেম্বর ইরানের পুলিশের হাতে মৃত্যু হয় এক তরুণীর তার নাম মাহশা আমিনী, সূত্র অনুযায়ী মাহশা আমিনীর (Mahsa Amini Death) মৃত্যুর পর থেকেই দেশটিতে প্রতিবাদের মিছিল শুরু হয়। যা এক বৃহত্তর মিছিলের রূপ নিয়েছে।

আরোও পড়ুন – সংখ্যালঘু পড়ুয়াদের বড় ঝাটকা দিল মোদি সরকার, বন্ধ করে দেওয়া হলো মৌলানা আজাদ স্কলারশিপ

Advertisement
Continue Reading
Advertisement