দেশের খবর
সংখ্যালঘু পড়ুয়াদের বড় ঝাটকা দিল মোদি সরকার, বন্ধ করে দেওয়া হলো মৌলানা আজাদ স্কলারশিপ
কেন্দ্রীয় সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো এখন থেকে আর মৌলানা আজাদ স্কলারশিপ এর টাকা পাবে না ছাত্রছাত্রীরা। ( Maulana Azad National Scholarship )

নিউজ ডেস্ক – কেন্দ্রীয় সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো এখন থেকে আর মৌলানা আজাদ স্কলারশিপ এর টাকা পাবে না ছাত্রছাত্রীরা। উল্লেখিত UPA সরকারের আমলে তৈরি হয়েছিল এই মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ ( Maulana Azad National Scholarship ) শুধু মুসলমান জাতির পড়ুয়ারা বলেই নয় এই স্কলারশিপের আওতায় ছিল বৌদ্ধ, পারসি, শিখ এবং খ্রিস্টান পড়ুয়ারা।
কেন বন্ধ করা হলো মৌলানা আজাদ স্কলারশিপ ? প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। প্রসঙ্গত, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা এমফিল (M.Phil) বা পিএইচডি (Phd)করতে গেলে এই স্কলারশিপ পেয়ে থাকতেন ।কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হলো সংখ্যালঘু পড়ুয়াদের জন্য বেশ কয়েকটি প্রকল্প রয়েছে অতএব এই মৌলানা আজাদ স্কলারশিপ ( Maulana Azad National Scholarship ) চালিয়ে যাওয়ার কোন দরকার নেই সরকারের। সরকারের এই রূপ পদক্ষেপে রীতিমতো তরজা শুরু হয়ে গিয়েছে বিরোধী রাজনৈতিক মহলে।
কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী স্মৃতি ইরানি ( Smriti Irani ) জানিয়েছেন, ” উচ্চশিক্ষার সময়ের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপকে সেই প্রকল্পের অন্তর্ভুক্ত করে নেওয়াই যায়। শুধু তাই নয় বৌদ্ধ শিখ পারসী মুসলমান এবং খ্রিস্টান উপজাতির সমস্ত সংখ্যালঘু পড়ুয়াদের পড়াশোনার উৎসাহের জন্য বিভিন্ন ধরনের কেন্দ্রীয় রয়েছে । তাই ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকেই মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ ( Maulana Azad National Scholarship ) বন্ধ করে দেওয়া হচ্ছে।” স্মৃতি ইরানি ( Smriti Irani ) আরও বলেন, গত আট বছরে কমপক্ষে সাতশো কোটিরও বেশি টাকা স্কলারশিপ দেওয়া হয়ে গিয়েছে ।
সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি এই মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপটি বন্ধ করাতে বহু পড়ুয়ার সমস্যার সম্মুখীন হতে হবে, এমনই বিশেষ কারণ নিয়ে মুখ খুলছে কংগ্রেস । অন্যদিকে জামিয়া মিলিয়া ইসলামিয়া পড়ুয়ারা কেন্দ্র সরকারের এই স্কলারশিপ বন্ধের সিদ্ধান্তকে প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছেন। এছাড়া তারা বলেন মাওলানা আজাদের নামাঙ্কিত এই স্কলারশিপটি বন্ধ করে দেওয়ার মানেই হল মাওলানা আজাদকে অপমান করা। কেন্দ্রীয় সরকার বলছে সবকা বিকাশের কথা আর সেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে স্কলারশিপ বন্ধ করে।
আরোও পড়ুন – আগে সাসপেন্ড এবার পুরোপুরি চাকরি বাতিল শিয়ালদহ দুর্ঘটনার ট্রেন চালকের