বাংলার খবর
নাবালিকা ধর্ষণ এবং পাচারের অভিযোগে গ্রেফতার এক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নাবালিকাকে ধর্ষণ এবং পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মালবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মান্নান আনসারি (৩৯)। বৃহস্পতিবার ধৃত ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
ধৃত ব্যক্তি মাল ব্লকের এলেনবাড়ি চা বাগান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অপরদিকে, নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মালবাজার আদিবাসী বিকাশ পরিষদের নেতা অমরদান বাকলা অভিযোগ করেছেন, দিল্লিতে কাজ দেওয়ার নাম করে এক নাবালিকাকে মাল ব্লকের ওদলাবাড়িতে নিয়ে আসে এক যুবক। এরপরই অভিযুক্ত ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যায়। নাবালিকাকে ধর্ষণ করে বলেও অভিযোগ।
এ ব্যাপারে নির্যাতিতা সমস্ত ঘটনা জানিয়েছেন। সমস্ত বিষয় জানার পর নাবালিকার বাড়ির লোকজন মালবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তি নারী পাচারের সঙ্গেও যুক্ত রয়েছেন এবং এর আগেও তাঁর নামে থানায় অভিযোগ রয়েছে। মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা জানিয়েছেন, ‘বুধবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ সহ নারী পাচারের অভিযোগ রয়েছে।‘ যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত।