দাবদাহ থেকে বাঁচতে মর্নিং স্কুলের নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
Connect with us

বাংলার খবর

দাবদাহ থেকে বাঁচতে মর্নিং স্কুলের নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : তীব্র দাবদাহে নাজেহাল আবস্থা রাজ্যবাসীর। বাঁকুড়া, পুরুলিয়া, পশিম বর্ধমান সহ রাজ্যের ১১ জেলায় তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। ফলে এই গরম থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা এখনই নেই বললেই চলে। ইতিমধ্যেই রাজ্যে সানস্ট্রোকে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে। গরমে নাজেহাল আবস্থা শিশুদেরও। তাই, সমস্ত স্কুলগুলকে সকালের দিকে এগিয়ে আনার দাবি উঠেছিল। সেই আবেদন মেনে রাজ্যের সমস্ত স্কুল সকালে এগিয়ে আনার কথা ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর।

সোমবার বিকাশ ভবনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল, রাজ্যের সমস্ত প্রাথামিক,উচ্চপ্রাথমিক, মাধ্যামিক, উচ্চমাধ্যামিক, এসএসকে, এমএসকে স্কুলগুলকে সকালে চালু করতে হবে। এবং নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করার সমস্ত দায়িত্ব স্কুলের শিক্ষকদেরই নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। ইতিমধ্যেই সমস্ত জেলার জেলা শাসক, স্কুল পরিদর্শকদের কাছেও এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।  তবে কবে থেকে সকালে স্কুল চালু হবে, তা অবশ্য পরিস্কার করে কিছু জানানো হয়নি। তবে আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই মর্নিং স্কুল চালু করার কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা সহ বেশ কয়েকটি জেলায় সকালে ক্লাস চালু হয়ে গিয়েছে।

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সমস্ত স্কুল সকালে ক্লাস চালু করতে পারবে না, তাদের গরম থেকে পড়ুয়াদের রক্ষা করতে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা স্বাস্থ্য দফতরের সঙ্গে আলচোনা করে ঠিক করতে হবে। চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের গাইডলাইন মেনে চলতে হবে। মর্নিং স্কুলের পাশাপাশি, গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার দাবিও উঠেছে। সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি স্কুল শিক্ষা দফতর। করোনার কারণে গত দু’বছর ধরে স্কুল বন্ধ ছিল। ফলে পড়াশোনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কারণেই এখনই স্কুল ছুটি দেওয়ার পক্ষপাতি নয় অনেকেই। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার এই নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement