বাংলার খবর
গরম থেকে স্বস্তি পেতে শাস্ত্রমতে রীতিমতো মন্ত্র পড়ে দেওয়া হল ব্যাঙের বিয়ে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বরুণ দেবকে তুষ্ট করতে ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা। বৃষ্টির কামনায় রীতিমতো মন্ত্র পড়ে সিঁদুর দান, মালা বদল করে শঙ্খ, উলুধ্বনি সহযোগে শাস্ত্রমতে বিয়ে হল ব্যাঙের। চৈত্র মাস চলে গেলেও কালবৈশাখীর দেখা নেই। মাঝ বৈশাখেও আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দফতর। তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য। গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বৃহস্পতিবারের আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। এপ্রিলের শেষের এই কয়েকদিনে বৃষ্টির কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস। এই পরিস্থিতিতে একমাত্র বৃষ্টিই পরিবেশকে ঠান্ডা করতে পারে। তাই বরুণ দেবকে সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা। আরামবাগের পাঁড়ের ঘাট মহাশ্মশানে কালি মন্দিরে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছিল ভুরিভোজেরও।
আরও পড়ুন: গরমে নাজেহাল দক্ষিণ, কয়েক পশলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ উত্তরের একাধিক জেলা
এর আগেও এরকম ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল। তাতে ফলও পাওয়া যায় বলে দাবী করেছেন পুরোহিত কাশিনাথ মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘গোটা রাজ্য দাবদাহে জ্বলছে। বৃষ্টির দেখা নেই। সেই কারণেই হিন্দু শাস্ত্র মতে মন্ত্র পড়ে ব্যাঙের বিয়ে দেওয়া হল। এর আগেও বৃষ্টি ডাকতে বরুণদেবকে সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছিল। তাতে ফল পাওয়া গিয়েছিল। তাই এবারও এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ প্রাচীন কালে মানুষের বিশ্বাস ছিল ব্যাঙের ডাকে বরুণ দেব বৃষ্টি নামান পৃথিবীর বুকে। তাই ব্যাঙের বিয়ে দিয়ে বরুণ দেবের কাছে প্রার্থনা করা হল বলে জানিয়েছেন এই বিয়ের অনুষ্ঠানে হাজির থাকা আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী।