খেলা-ধূলা
এটিকে মোহনবাগানের আবেদনে সাড়া দিয়ে ম্যাচের সময় পরিবর্তন করল এএফসি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : এটিকে মোহনবাগানের আবেদনে সাড়া দিল এফসি। যুবভারতীতে এফসি কাপের মূল পর্বের গ্রুপ ম্যাচের সময় পরিবর্তন করল এএফসি। আগামী ১৮ মে গোকুলাম এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে এটিকে মোহনবাগান। ২১ মে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বসুন্ধরা কিংস-এর বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ২৪ মে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে।
পূর্ব সূচি অনুযায়ী বসুন্ধরা কিংস এবং মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ দু’টি যুবভারতীতে দুপুর দু’টোয় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রচন্ড এই গরমের কথা মাথায় রেখে এই ম্যাচ দু’টির সময় পিছিয়ে দেওয়ার আবেদন এএফসির কাছে করেছিল এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। মোহনবাগানের করা সেই আবেদনে ইতিমধ্যেই সায় দিয়েছে এএফসি। ওই দু’টি ম্যাচ দুপুর দু’টোর পরিবর্তে বিকাল ৫টায় শুরু হবে। দুপুরের পরিবর্তে বিকালে ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এটিকে মোহনবাগানের কোচ ও ফুটবলাররা। ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটের ছাড়পত্র পেয়ে গিয়েছে এটিকে মোহনবাগান। এখন শুধু স্টেডিয়াম কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়াটাই যা বাকি। এছাড়াও ২৪ মে মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচটি সন্ধে ছ’টার পরিবর্তে হবে রাত ৯টা থেকে।
যদিও এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ ওই ম্যাচটি ৯ টার পরিবর্তে রাত সাড়ে আটটা থেকে শুরু করার জন্য আবেদন জানিয়েছে। একই দিনে দু’টো করে ম্যাচ থাকলে মাঠকে বিশ্রাম দিতে দু’টো ম্যাচের মাঝে অন্তত দু’ঘন্টার বিরতি রাখতে হয়। তাই সবুজ মেরুনের এই আবেদন এএফসি কতটা মেনে নেবে, তা নিয়ে সংশয় রয়েছে। তবে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। সবুজ-মেরুন সমর্থকদের জন্যও রয়েছে সুখবর। এএফসি কাপের প্লে-অফে ১০০ টাকার টিকিট কেটেই এটিকে মোহনবাগানের খেলা দেখতে পেরেছিলেন সবুজ-মেরুন সর্মথকরা। এবার মূল পর্বের ম্যাচের জন্য টিকিটের মূল্য করা হয়েছে ২০০, ৩০০ ও ৫০০ টাকা। সূত্রের খবর, সমর্থকদের জন্য টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাগান কর্তৃপক্ষ। ফলে একটা টিকিট কেটেই দিনের দু’টি ম্যাচ দেখার সুযোগ পাবেন সর্মথকরা। এফসি কাপের মূল পর্বের প্রস্তুতির জন্য মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়ছে সবুজ-মেরুন ফুটবলাররা। ইতিমধ্যেই দলের বিদেশি ফুটবলার কার্ল ম্যাকহিউ শহরে এসে গিয়েছেন। বাবা মারা যাওয়ায় দেশে ফিরে গিয়েছেন বাগানের গোল মেশিন রয় কৃষ্ণ। তাঁকে ছাড়াই প্রাথমিক পর্ব শ্রীলঙ্কার ব্লু স্টার এবং প্লে-অফে বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে জয় তুলে নিয়েছে হুয়ান ফেরান্দোর দল। তবে খবর, আগামী ১ বা ২ মে’র মধ্যেই শহরে চলে আসছেন কৃষ্ণ। ফলে ঘরের মাঠে মূল পর্বের ম্যাচে তাঁকে সামনে রেখেই মাঠে নামতে পারবে এটিকে মোহনবাগান।