বাংলার খবর
আশার বার্তা, আগামী ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাতেও প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু।
অন্যদিকে, জলঢাকার জলস্তর বৃদ্ধিতে হলুদ সংকেত জারি করা হয়েছে। জল বাড়ছে রায়ডাক, ডায়না, সংকোশ নদীতে। মঙ্গলবার রাতে সিকিমের রংপো এলাকায় ধস নামে। তার ফলে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বুধবার সকালে ধস সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করা হয়। ভরা বর্ষায় উদ্বেগজনক পরিস্থিতি বুঝে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের সমতলে নামিয়ে আনতে তৎপর ট্যুর অপারেটর সংস্থাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হতে পারে।