বাংলার খবর
নেপালে পাচারের আগেই ওলদাবাড়ি থেকে উদ্ধার গোল্ডেন তক্ষক! ধৃত ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধারের দু’দিনের মাথায় এবার ওদালাবাড়িতে পাচারের আগেই একটি সোনালী তক্ষক উদ্ধার করল বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কর্মীরা। এই ঘটনায় তিন বন্যপ্রান পাচারকারীকে গ্রেফতার করেছে বনদফতর।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গোল্ডেন তক্ষক। ধৃতদের মধ্যে দু’জন অরুণাচল প্রদেশ ও একজন অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। বনদফতর সূত্রে খবর, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি গোল্ডেন তক্ষক ওদলাবাড়ি দিয়ে শিলিগুড়ি হয়ে নেপালে পাচার হবে। ঠিক সেই মতো গত শুক্রবার রাতে বেলাকোবা বনদফতরের একটি দল ওদলাবাড়িতে পৌঁছায়। সেখানে লামা হোটেলের কাছে পাচারকারীদের একটি অসমের নম্বর প্লেটের গাড়ি থেকে নাদু রাম পাগাগ, ঠুটান জাম্বা এবং নার বাহাদুর লামা নামে তিন পাচারকারীকে গ্রেফতার করে বনদফতর।
এর মধ্যে নাদু রাম পাগাগ ও নার বাহাদুর লামা অসমের বাসিন্দা এবং ঠুটান জাম্বা অরুণাচলের বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে তল্লাশি করে তাঁদের কাছ থেকে একটি গোল্ডেন তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা। বেলাকোবা বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘এই তক্ষকটি মেঘালয় থেকে শিলিগুড়ি হয়ে নেপালে যাওয়ার কথা ছিল। সূত্র মারফত খবর জানতে পেরে আমরা শুক্রবার রাতে তক্ষকটিকে উদ্ধার করি এবং তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।’