বাংলার খবর
ডোমজুড়ের থার্মোকল কারখানায় বিধ্বংসী আগুন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাওড়ার ডোমজুড় থানা এলাকায় শনিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাড়ি এলাকায় একটি থার্মোকল কারখানাতে দুপুর একটা নাগাদ আগুন লেগে যায়। কারখানায় ভিতরে দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত থাকার কারণে আগুন বিধ্বংসী হয়ে ওঠে।
প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছালেও পরে আরও বেশ কিছু ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। কী থেকে আগুন লেগেছে, তা স্পষ্ট ভাবে বোঝা না গেলেও এর পিছনে কোনও অন্তর্ঘাত আছে কিনা তাও খতিয়ে দেখা বলে দমকল সূত্রে খবর। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আগুনের ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হলেও তার পরিমাণ এখনও জানা যায়নি।
ওই কারখানায় ৫০ জনের মতো শ্রমিক কাজ করতেন বলে জানা গিয়েছে। তাদের সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ওই কারখানারই এক শ্রমিক। এই কারখানায় মেশিনের মাধ্যমে থার্মোকলের থালা, বাটি, গ্লাস তৈরি করা হয়। সেই মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন তিনি। উল্লেখ্য, এর আগেও এই কারখানায় একবার আগুন লেগেছিল। ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানাটি হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকাতে আতঙ্কের ছায়া পড়েছে।