দেশের খবর
রাজ্যে কিছুটা কমলেও কলকাতায় বাড়ল করোনার সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দার্জিলিঙেও বাড়ল নতুন সংক্রমিতের সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্য নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন।
কলকাতায় ১ হাজার ৪৮৯ জন, উত্তর ২৪ পরগনায় ১ হাজার ৩৬০ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনাতেও আবার বেড়ে ৭০০ পেরিয়েছে সংক্রমণ। দার্জিলিঙে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১৫ জন। মালদহেও সংক্রমণ বেড়ে সাড়ে চারশো পার করল। জলপাইগুড়িতে নতুন আক্রান্ত বেড়ে হয়েছে ৩৩০। কোচবিহারেও ২০০ ছাড়িয়েছে সংক্রমণ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ লক্ষ ৫৮ হাজার ২৬৫ জন। সংক্রমণ বাড়লেও রাজ্যে কমেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১১.১৩ শতাংশ। রাজ্যে সংক্রমণের হার নিম্নগামী হলেও কলকাতায় বেড়ে দাঁড়াল ১৭.২৭ শতাংশ। দার্জিলিঙে আরও বেড়ে হয়েছে ২৭.৩০ শতাংশ।
বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদহে সংক্রমণের হার ২০ শতাংশের বেশি।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর মধ্যে কলকাতা ও হাওড়ায় মারা গিয়েছেন ৭ জন করে রোগী। উত্তর ২৪ পরগনায় ৬ জন ও হুগলিতে ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ২০ হাজার ৩০২ জন। শনিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ২০ হাজার ৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮২ হাজার ৫৬৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে টেস্ট হয়েছে মোট ২ কোটি ২৭ লক্ষ ৬ হাজার ৫১০ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা নিয়েছেন ৭ লক্ষ ৬২ হাজার ৫০৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে মোট ১১ কোটি ৭৪ লক্ষ ৭০ হাজার ৭৫৬ জনের।