৫ ডিসেম্বর দিনটি কোন কোন দিক থেকে বিশেষ, জেনে নিন
Connect with us

আন্তর্জাতিক

৫ ডিসেম্বর দিনটি কোন কোন দিক থেকে বিশেষ, জেনে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের পঞ্চম দিনটি কেন স্মরণীয়, তা জেনে নেব।

 

আজকের দিনটি যাঁদের জন্মদিন

Advertisement

১৯৩৪ সালের ৫ ডিসেম্বর রাজনীতিবিদ মুরলি মনোহর যোশী জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬০ সালের এই দিনে রাজন ভারতী মিত্তাল, যিনি প্রথম প্রজন্মের উদ্যোক্তা এবং ভারতী এন্টারপ্রাইজের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬২ সালের এই দিনটি যোগেশ কুমার জোশীর জন্মদিন। তিনি বর্তমান জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ উত্তর কমান্ড। ১৯৭৩ সালের আজকের দিনে বলিউড অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার এবং সহকারী পরিচালক উদয় চোপড়া জন্মগ্রহণ করেন।

১৮৮০ সালের ৫ জানুয়ারি বিপ্লবী ও সাংবাদিক বরীন্দ্র কুমার ঘোষ জন্মগ্ৰহণ করেছিলেন। ১৮৯৩ সালে এই দিনেই ভারতীয় সন্ন্যাসী, যোগী পরমহংস যোগানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তিনি লক্ষ লক্ষ মানুষকে ধ্যানের শিক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ১৯৪১ সালের ৫ জানুয়ারি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক মনসুর আলি খান পতৌদির জন্মদিন।

আজকের দিনটি যাঁদের মৃত্যুদিন

Advertisement

১৯৭৮ সালে ভারতীয় চিত্রগ্রাহক এবং অভিনেতা দ্বারকা দিভেচা প্রয়াত হন।

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়

১৯৯২ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবি শাস্ত্রী সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২০৬ রান করেন।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.