কোচবিহার জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য, নিশিথ ঘনিষ্ঠ বিজেপি নেতা অজয় রায় কে গ্রেপ্তার
Connect with us

রাজনীতি

কোচবিহার জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য, নিশিথ ঘনিষ্ঠ বিজেপি নেতা অজয় রায় কে গ্রেপ্তার

শুক্রবার তাকে জোরাই থেকে গ্রেপ্তার করা হয়। দিনহাটা থানায় অভিযোগ হওয়া একাধিক মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে।

Dwip Narayan Chakraborty

Published

on

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ বিজেপি নেতা অজয় রায়
5/5 - (1 vote)

নিউজ ডেস্ক:  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক ঘনিষ্ঠ বিজেপি নেতা অজয় রায় কে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিস। শুক্রবার তাকে জোরাই থেকে গ্রেপ্তার করা হয়। দিনহাটা থানায় অভিযোগ হওয়া একাধিক মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে।

জানা গিয়েছে, দিনহাটা থানায় অভিযোগ দায়ের হওয়া দুটি মামলায় প্রধান অভিযুক্ত অজয় রায়কে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পড়ে আক্রান্ত হন উদয়ন গুহ। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন অজয় রায়।সেই ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকার পর উচ্চ আদালতে নির্দেশে জামিন পেয়ে দিনহাটা ফিরেন তিনি। তারপর থেকেই তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ হয়। দিনহাটা শহর মন্ডলের বিজেপি সভাপতি তিনি। নিশিথ প্রামাণিক ঘনিষ্ট এই নেতা বুড়িরহাটে পুলিসের উপর আক্রমণের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন। যদিও সেই মামলায় তিনি জামিনে রয়েছেন।

অন্যদিকে, বাঁশঝাড় থেকে উদ্ধার ব্যালট 

Advertisement

বাঁশঝাড় থেকে উদ্ধার হল ব্যালট পেপার। ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের মালতীপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন সারা রাজ্যের পাশাপাশি চাঁচল ২ নং ব্লকের বিডিও অফিস ঘেরাও অভিযান কর্মসূচি ছিল বিজেপির। সেই মোতাবেক মালতীপুরে গ্রন্থাগারের মাঠে জমায়েত হয় দলের নেতা কর্মীরা। সেই সময় তাদের নজরে পড়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ব্যালট পেপার।যেগুলির পেছনে স্বাক্ষর রয়েছে প্রিসাইডিং অফিসারের।বিজেপির দাবি ওখানে পঞ্চায়েত সমিতির বিভিন্ন বুথের ব্যালট পেপার পড়ে রয়েছে। বেশিরভাগ ব্যালটেই দেখা যাচ্ছে বিজেপির প্রার্থীর পক্ষে ভোট রয়েছে। এ ছাড়া অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের পক্ষেও ভোট রয়েছে।

আরও পড়ুন – আপনি কি জানেন! কি হতে চলেছে আপনার সাথে?

ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।চাঁচল থানার পুলিশ এবং চাঁচল ২ নং ব্লকের বিডিওর প্রতিনিধিরা গিয়ে সেই ব্যালট পেপার গুলো সংগ্রহ করে বিডিও অফিসে নিয়ে আসে। উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলি পঞ্চায়েত সমিতির ৪,৫ এবং ৬,৮ নং আসনের মালতিপুর এবং গৌড়হন্ড অঞ্চলের।পঞ্চায়েত সমিতির সেই সবকটি আসনে জিতেছে তৃণমূল। স্বল্প ব্যবধানে হেরেছে বিজেপি। চক্রান্ত করে পরাজিত করার অভিযোগ এনে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির প্রতিনিধি দল। পরবর্তীতে বিজেপির প্রতিনিধি দল বিডিও অফিসে গেলেও বিডিও উপস্থিত না থাকায় ডেপুটেশন দেয়নি। তবে যে সব বুথের ব্যালট পেপার পাওয়া গেছে সেইসব বুথে পুনরায় নির্বাচন করতে হবে বলে দাবী জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এরজন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.