দেশের খবর
বিদেশিও নারীরা ভারতবর্ষে আসছেন মা হওয়ার জন্য ! কিভাবে হচ্ছেন তারা গর্ভবতী?
গর্ভবতী হওয়ার জন্য আমাদের দেশে এসে থাকেন অন্য দেশের মহিলারা।

বেঙ্গল এক্সপ্রেস: আমাদের ভারতবর্ষে এমন একটি জায়গা রয়েছে যেখানে দেশ-বিদেশ থেকে মহিলারা আসেন মা হওয়ার জন্য। হ্যাঁ ঠিকই বুঝেছেন গর্ভবতী হওয়ার জন্য আমাদের দেশে এসে থাকেন। আজকে আমরা জানবো কোথায় সেই জায়গা এবং কি কি করতে হয় মহিলাদের মা হবার জন্য।
ভারতবর্ষের লাদাখের কার্গিল থেকে আরো ৭০ কিলোমিটার ভেতরে অবস্থিত এই গ্রাম যার নাম আর্য উপত্যকা। মানা হয় যে এইখানে আর্য জাতির লোকেরা থাকেন। অনেক মহিলারাই চান যে তাদের সন্তান যেন আর্য বংশে হয়ে থাকে। আর্যরা দেখতে সুন্দর লম্বা নিল চোখের হয়ে থাকে। এই আর্যদের এই সম্প্রদায়কে ব্রকপা সম্প্রদায় বলে চিহ্নিত করা হয়। আর এই ব্রোকপা সম্প্রদায়ের লোকেদের চাহিদাও অনেক উপরে।
আরও পড়ুন- দেশে নেশার স্বর্গরাজ্য হয়ে উঠেছে মণিপুর! মণিপুর কে নিয়ে কি বলছেন বিদেশমন্ত্রী?
আগে এমনি এসে কিছুদিন থাকার পর তারা মা হয় নিজের দেশে ফিরে যেত কিন্তু এখন তা বিজনেস বা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। মা হতে গেলে এখানে করতে হয় যে সেই পুরুষের সাথে স্বামী স্ত্রীর মতো সংসার করতে হয় যদিও তাদের মধ্যে কোন ধরনের বিয়ের সম্পর্ক থাকে না। দুজনে একসাথে থাকার পর যখন মেয়ে মা হয়ে যায় তখন সে তার নিজের দেশে ফিরে যায়। এবং তার পার্টনারকে পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে যায়। বেশিরভাগ ইউরোপ কান্ট্রি থেকে মহিলারা আসেন এই আর্য উপত্যকায়।