জামাইষষ্ঠীতে রাজ্যে রেকর্ড পরিমাণ মদ বিক্রি!
Connect with us

বাংলার খবর

জামাইষষ্ঠীতে রাজ্যে রেকর্ড পরিমাণ মদ বিক্রি!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জামাইষষ্ঠী মানেই নতুন নতুন পদ আর ভুরিভোজ। এই দিনটিতে শহর, জেলার সমস্ত রেস্তোরাঁ, মিষ্টির দোকানেও উপচে পড়ে ভিড়। গত দু’বছর করোনার কারণে একটু ভাটা পড়লেও এবছর জামাইষষ্ঠীতে চেনা চিত্র ধরা পড়েছে। তবে এবার খাবার ও মিষ্টির দোকানের পাশাপাশি মদের দোকানেও ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য আবগারি দফতর জানিয়েছে, এবারের জামাইষষ্ঠীতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে রাজ্যে। আর মদ বিক্রিতে শহর কলকাতাকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। বড়দিন, বর্ষবরণের রাতে যে পরিমাণে মদ বিক্রি হয় সেই রেকর্ডকেও এবারের জামাইষষ্ঠী ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছে আবগারি দফতর।

আফগারি দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবারের জামাইষষ্ঠীতে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের লাইসেন্স প্রাপ্ত ২৬৮টি দোকান থেকে মদ বিক্রি হয়েছে মোট ৪ কোটি ৮০ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকার। তার মধ্যে শুধুমাত্র দেশী মদ বিক্রি হয়েছে ৮৪ হাজার ২২৩ লিটার। আর বিদেশী মদ বিক্রি হয়েছে ২৭ হাজার ৭৬৬ লিটার। এবং বিয়ার বিক্রি হয়েছে ৪৫ হাজার ৯৬৬ লিটার। কোচবিহারে জামাইষষ্ঠীতে লাইসেন্সপ্রাপ্ত ৫৪ টি মদের দোকান থেকে মদ বিক্রি হয়েছে মোট এক কোটি ৫৬ লক্ষ ১২ হাজার ৩৪৪ টাকার।

তার মধ্যে শুধুমাত্র দেশী মদ বিক্রি হয়েছে লিটার ৩৮ হাজার ৮৮৭ লিটার। আর বিদেশী মদ বিক্রি হয়েছে ৭ হাজার ২৪ লিটার। এবং বিয়ার বিক্রি হয়েছে ১২ হাজার ৫৭৬ লিটার। রাজ্য আবগারি দফতর শুল্ক কমিয়ে দেওয়ায় এখন বিদেশী মদের দাম সাধ্যের মধ্যেই চলে এসেছে। কিন্তু এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিলিতি মদের থেকে এখনও সূরা প্রেমীরা দেশী মদই বেশি পছন্দ করছেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.