বাংলার খবর
বর্ধমানের পুনঃরাবৃত্তি এবার হাওড়ায়, বিষমদে মৃত্যু ৬ জনের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনা ঘটল হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে। সেখানে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, হাওড়ার ঘুসু়ড়িতে বেশ কিছু মানুষ মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে বাড়িতেই মারা যান। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। যে দোকান থেকে মদ কিনেছিলেন মৃত ও আহতরা, সেখানে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। এমনকি গ্রেফতার করা হয়েছে মদ বিক্রেতা প্রতাপ কর্মকারকে। এদিকে একের পর এক বাড়তে থাকে অসুস্থের সংখ্যা। রাতেই অসুস্থদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভোরের দিকে মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও হাসপাতালে ভরতি কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, হাওড়ার যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই যাওয়ায় রয়েছে শিল্পাঞ্চল। প্রচুর ছোট ছোট কারখানা থাকার কারণে সেখানে রয়েছে বহু শ্রমিকের ঢল। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ওই বেআইনি ঠেকে আসর বসে। দীর্ঘ দিন ধরেই এমন চলছে। অথচ কারও কোনও হেলদোল নেই। কেন ওই বেআইনি ঠেক ভেঙে দিল না প্রশাসন, প্রশ্ন তুলেছেন তাঁরা।