ভাইরাল খবর
সুরাপানে আসক্ত মোরগ, পোষ্যের মদের জোগান দিতে গিয়ে নাকাল মালিক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সুরাপানে আসক্ত! এই ধরনের কথা শুনলে আমরা সাধারণত কোনও মানুষকেই বুঝে থাকি। যাঁদের মদের প্রতি রয়েছে অতি আসক্তি। কারণ, আমরা যতদূর জানি এই জীবকূলে মানুষই একমাত্র মদ্যপান করে থাকেন।
মানুষের এই মদ্যপানের জন্য নানা সময়ে নানা খবর আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই। কিন্তু সম্প্রতি মহারাষ্ট্রে মদ্যপান নিয়ে যে ঘটনা ঘটেছে তাতে ভিমড়ি খাওয়ার যোগার তামাম নেটপাড়ার সদস্যদের। সম্প্রতি একটি খবর ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ওই খবর থেকে জানা গিয়েছে যে, মদ্যপানে আসক্ত খোদ মোরগ। তার জন্য মদের যোগার করতে গিয়ে মালিকের পকেট থেকে খরচ করতে হয় প্রায় ২ হাজার টাকা।
শুনতে অবাক লাগলেও এমনই তাজ্জব করার মতো ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পিপারি গ্রামে। সেখানকার বাসিন্দা ওই গ্রামের মুরগি খামারের মালিক ভাউ কাটোর। যিনি কোনও দিন মদ ছুঁয়ে দেখেননি তাঁকেই মোরগকে মদ খাওয়াতে প্রতি মাসে খরচ করতে হয় ২ হাজার টাকা!
আরও পড়ুন: অভিনব উপায়ে স্বামীকে পাকড়াও স্ত্রীয়ের
এতদূর পড়ে এখন, মনে প্রশ্ন জাগতেই পারে যে, কী ভাবে মদের প্রতি আসক্ত হল মোরগ? তারও একটি কাহিনি রয়েছে। আর সেই কাহিনি বলেছেন খোদ কাটোরে।
কাটোরে জানান, হঠাৎ এক দিন মোরগটি খাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। তখন গ্রামেরই এক বাসিন্দা কাটোরেকে পরামর্শ দেন মহুয়া খাওয়ালে মোরগের স্বাস্থ্য ভাল থাকবে। ঠিক মতো খাবারও খাবে। কাটোরে খাবারের সঙ্গে কিছুটা মহুয়া মিশিয়ে দেন। কাটোরে বলেন, ” সেই পরামর্শ যেন জাদুর মতো কাজ করেছিল! মদ-সমেত খাবার খেয়ে নিয়েছিল মোরগ।” কিন্তু সেই কৌশল যে পরবর্তী কালে অভ্যাসে পরিণত হবে সেটা কল্পনাও করতে পারেননি কাটোরে।
আরও পড়ুন: বিমান থেকে পাইলট নামাতে পুলিশ!
জানা গিয়েছে, প্রতিদিনই খাবারের সঙ্গে এখন কাটোরকে মদ মেশাতে হচ্ছে । না হলে সারাদিন কোনও খাবার ছুঁয়েও দেখছে না মোরগ। এমনকি যেদিন দেশী মদ থাকে না সেদিন মোরগের খাওয়ার জন্য কাটোরকে বিদেশী মদের যোগার করতে হয় বলে জানান তিনি। আর এভাবে দিনের পর দিন চলতে থাকায় পরিস্থিতি খারাপ কাটোরের। মোরগের মদের নেশা ছাড়াতে এখন তিনি শরনাপন্ন হয়েছেন চিকিৎসকদের।