বাংলার খবর
কান্দিতে লক্ষাধিক টাকর ফেন্সিডিল সহ গ্রেফতার ৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রনগ্রাম ব্রীজের উপর থেকে নিষিদ্ধ ফেন্সিডিল সহ ৬ জনকে গ্রেফতার করা হল। ধৃতদের কাছ থেকে মোট ৭ হাজার ৩৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বেনারস থেকে জলঙ্গী থানার সাগর পাড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল এই নিষিদ্ধ ফেন্সিডিল। রাজ্য এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ ফেন্সিডিল সহ ছ’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত মহম্মদ রুবেল সরকার, মনিরুল শেখ, হাজরাম শেখ, জিয়ারুল শেখ, প্রকাশ সরকারের বাড়ি সাগরপাড়ায় ও তহিদুল শেখের বাড়ি জলঙ্গী থানা এলাকায়। উদ্ধার হওয়া ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা। ধৃত ছ’জনকে বৃহস্পতিবার জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।