পরকীয়ায় লিপ্ত স্ত্রী, প্রেমিকদের ছবি বুকে সেঁটে আত্মঘাতী স্বামী
Connect with us

বাংলার খবর

পরকীয়ায় লিপ্ত স্ত্রী, প্রেমিকদের ছবি বুকে সেঁটে আত্মঘাতী স্বামী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরকীয়া সম্পর্কে জড়িত স্ত্রী। স্ত্রীর প্রেমিকের ছবি নিজের বুকে সেফটিপিন দিয়ে আটকে আত্মঘাতী হলেন স্বামী।  আমবাগান থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ। 

মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার হাবশপুর খাসমহল এলাকায়। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে স্ত্রীকে বারবার বেরিয়ে আসতে বলেছিলেন স্বামী। বরের সেই কথা কানেই তোলেননি অভিযুক্ত স্ত্রী। শেষপর্যন্ত স্ত্রীর প্রেমিকের ছবি নিজের গেঞ্জিতে সেফটিপিন দিয়ে আটকে আত্মহত্যা করেন স্বামী। তাঁর মৃত্যুতে রহস্যর দানা বেঁধেছে।

পুলিশ জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম সেলিম শেখ। বয়স আনুমানিক ৩০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির স্ত্রী দিলরুবা খাতুনের একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে সম্পর্ক ছিল রাজেশ শেখ ও জাকির সেখ নামের দুই ব্যক্তির সঙ্গে।

Advertisement

আরও পড়ুন: ফের বাড়বে অস্বস্তি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গ

মৃত ব্যক্তি রাজেশ সেখ ও জাকির শেখের ছবি বুকের মধ্যে পিন দিয়ে আটকে রেখেছিল। এদিকে এই ঘটনায় গ্রামের মানুষ স্ত্রী দিলরুবা খাতুনের উপর চড়াও হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ভগবানগোলা থানার পুলিশ। পুলিশ এসে তড়িঘড়ি দিলরুবা খাতুনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

অন্যদিকে, আমবাগান থেকে সেলিম শেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। মৃত ব্যক্তির বড় ভাই বাচ্চু শেখ বলেন, ”ওঁদের বিয়ে হয়েছে দশ বছর হয়ে গিয়েছে। দু’জনের একটি নয় বছরের ছেলেও আছে। ছেলের নাম আসরাফুল শেখ। পাঁচ বছর থেকে দেখছি দিলরুবা খাতুন একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতেই আছে।যার ফলে সংসারে অশান্তি লেগেই থাকতো। বারবার বারণ করলেও শুনতো না। যার ফলে আজকের এই ঘটনা”।

Advertisement

আরও পড়ুন: ভগ্নপ্রায় যামিনী রায়ের বসত ভিটে, দাবি হেরিটেজ স্বীকৃতির

এদিকে সেলিমের মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবারের লোকজন।  পরিকল্পিতভাবে তাঁকে মেরে ফেলা হয়েছে বলে দাবি পরিবারের। গ্রামবাসী পিয়ারুল শেখ জানান,  আজকের এই ঘটনার জন্য মৃত ব্যক্তির স্ত্রী দায়ি। কারণ, একাধিকবার বাড়ি ছেড়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল সে। এই নিয়ে বারংবার বিচার সালিশি সভা হয়েছে। একটি সন্তান থাকার জন্য সংসার ভেঙ্গে যাক ছেলেটি চাইনি। তবে এমন ভাবে ছেলেটা পৃথিবী ছেড়ে চলে যাবে ভাবতে পারেননি কেউই।

Advertisement