বাংলার খবর
অরুণাচল থেকে গুজরাতের জামনগর যাওয়ার পথে জলপাইগুড়িতে আটক ১০ হাতি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১০টি ট্রাকে করে ১০টি হাতিকে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে আটক করল বন দফতর। মঙ্গলবার, জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে ১০টি ট্রাক সহ ১০টি হাতি আটক করল বন দফতর। যার মধ্যে সাতটি পুরুষ এবং তিনটি মহিলা হাতি রয়েছে। হাতিগুলো অরুণাচল প্রদেশ থেকে গুজরাতের জাম নগরের রাধা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।
কাগজপত্র খতিয়ে দেখতে হাতি গুলোকে আটক করেন বন কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি বন বিভাগের ভারপ্রাপ্ত বনাধিকারিক বিকাশ ভি। গরুমারা জাতীয় উদ্যান থেকে প্রানী চিকিৎসক এনে হাতি গুলোর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি কানে লাগানো মাইক্রোচিপ পরীক্ষা করে দেখেন বন কর্মীরা।
বন আধিকারিক বিকাশ ভি জানিয়েছেন, ‘হাতি গুলোকে অরুণাচল প্রদেশ থেকে গুজরাতের জাম নগরের রাধা টেম্পলে নিয়ে যাওয়া হচ্ছে। হাতিগুলোকে দান করা হয়েছে। হাতিগুলোর যাত্রা পথে তাদের খাদ্য সামগ্রী, চিকিৎসক, মাহুত সহ যাবতীয় পরিকাঠামো নিয়েই যাচ্ছিলো এরা। এদের কাগজপত্র ও মাইক্রো চিপ পরীক্ষা করা হয়েছে। কোনও অসঙ্গতি ধরা না পড়ায় পরে হাতিগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে।’