বাংলার খবর
স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো, রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে রাজ্যকে আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী তিন সপ্তাহ পর।
কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, রাজ্যের সমস্ত সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকের রং নীল ও সাদা করতে হবে। এবং ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো থাকবে। সরকারের এই বিজ্ঞপ্তিকে ঘিরেই শুরু হয় তুমুল বিতর্ক। সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ)। তাদের অভিযোগ, রাজ্যের হস্তশিল্প ও বস্ত্র শিল্পের প্রচার করতেই বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হয়। তাহলে সরকারের একটি ব্র্যান্ডকে প্রমোশনের জন্য কেন স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যবহার করা হবে? সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই স্কুলের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ বলেও অভিযোগ করেন।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন, বিশ্ব বাংলার লোগো তিনি তৈরি করেছিলেন এবং কোনও টাকা না নিয়েই তিনি সেটা সরকারকে দিয়েছেন। তাহলে সরকারি স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো থাকলে সমস্যা কোথায়? পাল্টা এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব বাংলার লোগো সরকারি স্কুলের পোশাকেই ব্যবহার করার কথা বলা হয়েছে। বেসরকারি স্কুলের ক্ষেত্রে নয়। কারণ সরকারি স্কুলের পোশাক, জুতো রাজ্য সরকার দিয়ে থাকে। তাই সরকারের দেওয়া পোশাকে যদি সরকারের কোনও লোগো থাকে, তাহলে আপত্তি কোথায়? তারা তো বিশ্বজুড়ে বাংলার নাম বলবে, বাংলার জন্য গর্ব করবে। এটাতো বাংলার ব্র্যান্ড।’