বাংলার খবর
রাজ্যপালের বিরুদ্ধে এবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা তৃণমূলের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যপাল ইস্যুতে এবার আর কোনও ছাড় দিতে রাজি নয় তৃণমূল। গত ২৫ তারিখ বিধানসভায় বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
তারপরই রাজ্যপাল বনাম তৃণমূলের সংঘাত চরমে উঠেছে। তাই এবার রাজ্যপালের বিরুদ্ধে আগামী বিধানসভা অধিবেশনে নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা তৃণমূল করছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, রাজ্যপালের সাম্প্রতিক গতিবিধি বিধানসভার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। একইসঙ্গে বিধানসভার সঙ্গে রাজভবনের সম্পর্কের যে ঐতিহ্য, সেই গরিমাও নষ্ট করছে বলে মনে করছে সরকার পক্ষ। গত ২৫ তারিখ, জাতীয় ভোটার দিবসে বিধানসভায় গিয়ে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পরই মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। ভোট-পরবর্তী হিংসা, রাজ্যের আইন শৃঙ্খলা, বিল আটকে রাখা, উপাচার্যদের নিয়োগ, সচিবদের মিটিংয়ে গরহাজিরা- সবকিছু নিয়েই রাজ্য সরকারকে রীতিমতো তুলোধোনা করেন রাজ্যপাল জগদীপ ধনকর।
গত মঙ্গলবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলায় ভোটারদের স্বাধীনতা নেই এবং বাংলায় কোনও গণতন্ত্র নেই বলে তোপ দাগেন রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে বলেও অভিযোগ করেন তিনি। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে অসাংবিধানিক এবং অসৌজন্যমূলক ভাষায় চিঠির উত্তর দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকী, মুখ্যমন্ত্রী আইন জানেন না বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এরপরই রাজ্য বনাম রাজ্যপালের সঙ্ঘাত চরমে ওঠে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তার প্রভাব পড়ে। মিনিট খানেকের সাক্ষাতেও রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কোনও কথা হয়নি। তারপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী দিনে যদি রাজ্যপাল নিজের ইচ্ছায় বিধানসভায় আসতে চান, তাহলে তার কারণ জানাতে হবে। এবং সব দিক বিবেচনা করেই অনুমতি দেওয়া হবে। এবার রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনারও পরিকল্পনা করছে রাজ্যের শাসক দল।