বাংলার খবর
রিষড়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ! ভিডিও ভাইরাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : তৃনমূল নেতার শূন্যে গুলি চালানোর ভিডিও ভাইরাল!রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান পুর প্রশাসক মন্ডলীর সদস্য জাহিদ হাসান খানের প্রকাশ্যে পিস্তল থেকে গুলি চালানোর ভডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি প্রকাশ্যে শূন্যে গুলি চালাচ্ছেন। অনেকেরই দাবি ওই ব্যক্তি রিষড়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই জাহিদ খান এই নিয়ে কিছু বলতে রাজি নন।
তিনি দলের নির্দেশ ছাড়া কিছু বলবেন না বলে জানান। এটা ঠিক, কোথায় এবং কবে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট নয়। এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তৃণমূলের দাবি, এটা পশ্চিমবঙ্গের ঘটনা নয়। সূত্রের খবর, পুরনো এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্যের অভিযোগ, তৃণমূলের এটা নতুন কিছু না। গুলি, বন্দুক নিয়েই ওদের কারবার। পাল্টা তৃণমূল হুগলি জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, ‘ভিডিওর সত্যতা যাচাইয়ের প্রশ্ন আছে। জায়গা দেখে পশ্চিমবঙ্গ মনে হচ্ছে না। এটা সত্যি বন্দুক না মিথ্যা পিস্তল সেটাও বোঝা যাচ্ছে না। এটা পশ্চিমবঙ্গের নয়। বন্দুক নিয়ে খেলা করার মত জায়গা পশ্চিমবাংলা নয়।’