বাংলার খবর
তৃণমূল বিধায়কের অবাক করা হাস্যকর কীর্তি! বিধায়ককে কপি বিধায়কের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সম্প্রতি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির সায়ণী ঘোষের জন্মদিন উপলক্ষে রাজ্য যুব সভাপতিকে সংবর্ধনা দেওয়ার ছবি নকল করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে অবাক করা এক হাস্যকর ঘটনা ঘটালেন মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
জঙ্গিপুর ও সামসেরগঞ্জ কেন্দ্রের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও জাকির হোসেনের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ্য যুব সভাপতি সায়ণী ঘোষ। ওইদিন জাকির হোসেন তাঁর অফিসে সায়ণী ঘোষকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন।
সম্প্রতি তৃণমূল নেত্রী সায়ণী ঘোষের জন্মদিনে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়ার ছবিটি ফেসবুকে আপলোড করেন জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। আর সেই ছবিটিকেই কাজে লাগিয়ে ছবিতে এডিট করে জাকিরের জায়গায় নিজের ছবি ব্যবহার করে নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এই ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। যদিও এই বিষয়ে এখনও জেলা তৃণমূল নেতৃত্ব বা দুই বিধায়কের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।