বাংলার খবর
কোচবিহারে আগুনে পুড়ে মৃত্যু দুই বৃদ্ধার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুই বৃদ্ধার। শনিবার ভোর ৪টে নাগাদ কোচবিহার জেলার নিশিগঞ্জে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মীরা দে (৭০), সাধনা বোস (১০০)। শনিবার নিশিগঞ্জ বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে ভোররাতে হঠাৎ আগুন লাগে।
আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। প্রথমে আগুন নেভাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে নিশিগঞ্জ দমকলকেন্দ্রের দু’টি ইঞ্জিন এবং মাথাভাঙ্গা থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কের পাশে নিশিগঞ্জে ওই বাড়িটিতে আগুন লাগায় কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় এলাকা যানজটমুক্ত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।