বাংলার খবর
পরকীয়ার অভিযোগ, গৃহবধূ-যুবককে হাতেনাতে ধরে ফেলল গ্রামবাসীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গৃহবধূর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া হাতেনাতে ধরে ফেলল গ্রামবাসীরা। তারপর ওই গৃহবধূ ও যুবকের হাত পা বেঁধে গ্রামের রাস্তায় বসিয়ে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার নুরপুরের শ্যামলাল পাড়ায়। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। তখনই পাশের গ্রামের বাসিন্দা মহম্মদ সইদুলের সঙ্গে পরিচয় হয় তাঁর। তারপর থেকে নিয়মিতই ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিল সইদুলের। আর তা থেকেই সন্দেহ হয় গ্রামবাসীদের। তারপরই তাঁদের পরকীয়া হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। এবং কড়া শাস্তির মুখে পড়তে হয় ওই যুগলকে।
গ্রামবাসীরা পরকীয়ার অভিযোগে ওই গৃহবধূ এবং যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্য দিবালোকে চার রাস্তার মোড়ে বসিয়ে রাখে। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। তারপর ক্ষিপ্ত গ্রামবাসীদের হাত থেকে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
গ্রামবাসীরা জানিয়েছেন, ওই গৃহবধূর স্বামী পরিযায়ী শ্রমিকের কাজ করেন। কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন। আর সেই সুযোগে সইদুল ওই গৃহবধূর বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাঁরা এর আগে একাধিকবার সইদুলকে সাবধানও করেছিলেন। কিন্তু সে তাতে কর্ণপাত করেনি। এরপর গত মঙ্গলবার তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা।
আর এই নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। যেহেতু নুরপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, তাই গ্রামের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে শাসকদলের ঘরেই দোষ চাপিয়েছে বিরোধীরা। রাজ্যের পাশাপাশি গ্রামেও আইনের শাসন নেই বলেই দাবি করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল।