করোনা আক্রান্ত সুকান্ত মজুমদারকে ফোন মুখ্যমন্ত্রীর, পাঠালেন ফুল ও মিষ্টি
Connect with us

বাংলার খবর

করোনা আক্রান্ত সুকান্ত মজুমদারকে ফোন মুখ্যমন্ত্রীর, পাঠালেন ফুল ও মিষ্টি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আক্রান্ত হয়ে রবিবার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে তাঁদের মধ্যে মিনিট তিনেক কথাও হয়েছে।

মুখ্যমন্ত্রী ফোনে কুশল বিনিময় করার পাশাপাশি সুকান্ত মজুমদারের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার কথাও জানতে চান। এবং যেকোন প্রয়োজনে তিনি পাশে আছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করে সুকান্ত মজুমদারকে ফল, মিষ্টি সহ শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের রাজনীতি নতুন নয়। গত বছর বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তখনও মুখ্যমন্ত্রী ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন। রবিবার সন্ধে সাতটা নাগাদ দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুকান্ত মজুমদারকে। মৃদু জ্বর, সর্দি ও কাশি থাকায় গত তিন-চার দিন ধরে বাড়িতেই ছিলেন তিনি। শনিবার ভার্চুয়ালি দলের তিন-চারটি মিটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি।

কিন্তু শনিবার রাত থেকেই তাঁর শরীরে নানান উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপরই করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু রবিবার দুপুর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেই হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন। রাজ্য বিজেপি সভাপতির অক্সিজেন স্যাচুরেশন ৯১ তে নেমে যাওয়ার অক্সিজেনও দেওয়া হয় তাঁকে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর না থাকলেও সর্দি ও কাশি রয়েছে। অক্সিজেনও আর দিতে হচ্ছে না তাঁকে।

Advertisement