দেশের খবর
উপত্যকায় ফের সেনা-জঙ্গির গুলির লড়াই! খতম দুই জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্ক বাড়িয়ে চলেছে করোনা এবং ওমিক্রন। তার মধ্যেও বন্ধ নেই জঙ্গি অনুপ্রবেশ। প্রায়ই সীমান্তে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে এবং দেশের সেনাবাহিনী তা প্রতিরোধ করে বারবার। রবিবার রাতে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সেনাবাহিনী।
রবিবার জম্মু কাশ্মীরের কুলগাম এলাকায় দুই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিত বুঝতে পারলেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেনাবাহিনীর পাল্টা আক্রমণে নিহত হয় ওই দুই জঙ্গি। এরপর তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে খবর, ওই দুই জঙ্গি অল বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীর সঙ্গে জড়িত অন্য সদস্যরা এখনও উপত্যকায় লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।