বাংলার খবর
মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অফিস টাইমে তুমুল ব্যস্ততার মধ্যেই মেট্রোয় বিপত্তি। কবি সুভাষ গামী একটি মেট্রো সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেডে ঢোকার মুখে এক ব্যক্তি আচমকাই লাইনে ঝাঁপ দেন। দূর থেকে মেট্রো আসতে দেখেই তিনি ঝাঁপ দেন বলে জানা গিয়েছে।
মনে করা হচ্ছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ছুটে আসেন মেট্রো রেলের আধিকারিক ও নিরাপত্তারক্ষীরা। তারপর থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও, তাঁর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ থাকলেও, তা খুঁজে কোনও পরিচয় জানা যায়নি। পুলিশি তদন্তের পরই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে, মেট্রোর লাইনে ঝাঁপ আত্মহত্যার পরই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানোর চেষ্টা করা হচ্ছে। বাকি অংশ অর্থাৎ ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। ধীরে ধীরে পরিষেবা সচল করা হবে।