দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো!
Connect with us

দেশের খবর

দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে করোনার দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবারই আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ ছুঁয়ে ফেলেছিল। শুক্রবার সংক্রমণ দেশে সংক্রমণ বাড়ল ৬.৭ শতাংশ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। দৈনিক সংক্রনমণে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। রাজধানীতে এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৮৬৭ জন। কর্নাটকে দৈনিক সংক্রমণ ২৫ হাজার ছাড়িয়েছে। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বাংলায়। তারপর রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরল এবং ওড়িশা। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ১২৯ জন। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের।

এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জন। তবে বেড়েই চলেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৪.৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৮৭ হাজার ৪৫৭টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৯ কোটি ৮৯ লক্ষ ৪৮ হাজার ৭৭২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭০ লক্ষ ৮ হাজার ৬৬৯ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫৫ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৮১৯ জনের। করোনার পাশাপাশি দেশে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৭৫৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৬২ জন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.