আম যখন আমআদমির দোরগোড়ায়, সৌজন্যে রাজ্য সরকার
Connect with us

ভাইরাল খবর

আম যখন আমআদমির দোরগোড়ায়, সৌজন্যে রাজ্য সরকার

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আম ছাড়া গরমকাল! ভাবাই যায় না। আইসক্রিম থেকে শুরু করে স্যালাড, চাটনি, শেক সবেতেই ব্যবহার করা যেতে পারে আমের। তবে এই আম খেতে আর রোদের মধ্যে বাজারে ছুটতে হবে না। বাড়িতে বসেই নিতে পারবেন আমের মজা।

সম্প্রতি দ্য কর্ণাটক স্টেট ম্যাঙ্গো ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের (কেএসএমডিএমসিএল) পক্ষ থেকে এক নতুন উদ্যোগ নেওয়া হল। যেখানে বাড়িতে বসেই বেছে নিতে পারবেন নিজের পছন্দ সই আম। তাঁর সঙ্গে দেখে নিতে পারবেন বাজারে আমের দামদর। সোমবার থেকে শুরু হয়েছে এই ওয়েব সাইটে ওর্ডার নেওয়ার কাজ। কেএসএমডিএমসিএল ও ইন্ডিয়া পোষ্টের সহযোগীতায় মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হবে আম।

ওয়েব সাইটের শুরুতে লেখা রয়েছে, ‘প্রিয় গ্রাহক, ১৬ই মে ২০২২য়ে এই পোর্টাল শুরু হল। আগস্ট মাস পর্যন্ত চলবে ওর্ডার নেওয়ার কাজ।’ তবে কর্ণাটক সরকারের এই উদ্যোগ প্রথমবার নয়, এর আগেও করোনা মহামারী চলাকালীন রামানগর, চিক্কাবাল্লাপুর এবং কোলার জেলায়। পাশাপাশি এই আম সরবরাহ করার সঙ্গে সঙ্গে ওই সাইটে পাওয়া যাবে কৃষকের সাথে যোগাযোগের ব্যবস্থা। ওর্ডার নিশ্চিত হলে কৃষক আম পাঠাবেন বেঙ্গালুরুতে জেনারেল পোস্ট অফিসে (জিপিও)। এরপর প্যাকেজগুলো গ্রাহকদের কাছে পাঠানো হবে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.