ভাইরাল খবর
বাঁচার অদম্য ইচ্ছা! গরম কড়াই থেকে লাফ দিল মুণ্ডুহীন ব্যাঙ, অতঃপর….

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘মরিতে চাহি না আমি সুন্দরও এ-ভুবনে…মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই’। বাংলার এই প্রবাদ বচন শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। সুন্দর এই পৃথিবীতে বাঁচার অধিকার সবার রয়েছে। একটা ব্যাঙেরও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে!
বাঁচার এই অদম্য ইচ্ছার জেরে, গরম কড়াই থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা এক মুণ্ডুহীন ব্যাঙের। হ্যাঁ ঠিকই পড়ছেন। খাবার তৈরির জন্য গায়ে মশলা মাখিয়ে গরম তেলে ছাড়া হয়েছিল একটি মুণ্ডুহীন ব্যাঙকে। কিন্তু তারপর যা হল তা দেখে চোখ কপালে ওঠার যোগার রেস্তোরাঁর মালিক থেকে শুরু করে ক্রেতাদের।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের চেংডু শহরে। আর চিন মানেই আজব সব খাবারের বহর। সাপ-ব্যাঙ থেকে শুরু করে শামুক-ঝিনুক কি নেই তাঁদের খাদ্যতালিকায়। এমনই একটি রেস্টুরেন্টে রোস্টেড ‘’zombie frog’ বানানোর সময় রেস্তোরাঁর কর্মচারী এবং খেতে আসা গ্রাহকদের চোখের সামনে যা ঘটল তা বিশ্বাস করা বেশ কঠিন ব্যাপার।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে বন্ধ গম রফতানি, ভারতের সিদ্ধান্তের প্রতিবাদ জার্মান কৃষিমন্ত্রীর
সোমবার চিনা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, সিচুয়ান প্রদেশের চেংডু শহরের এক রেস্টুরেন্টে একজন গ্রাহক এসে ‘zombie frog’-এর অর্ডার দেন। এতপর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু মরিচ-তেল সহযোগে গরম কড়াইতে ব্যাঙ ছাড়তেই ঘটে বিপত্তি।
এই বিষয়ে ওই হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, গরম কড়াইতে ব্যাঙগুলি ছাড়তেই তাদের মধ্যে মাথাবিহীন একটি ব্যাঙ কড়াই থেকে লাফ দিয়ে নীচে এসে পড়ে। তখনও তার দেহে প্রাণ ছিল। এরপর কয়েক সেকেণ্ড পাগুলি নাড়াতে থাকে ওই ব্যাঙটি। যদিও শেষপর্যন্ত আর শেষরক্ষা হয়নি। শেষে কি হল ওই ব্যাঙটির তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ওয়াটার পার্কের স্ন্যাপ রাইডিং ভেঙে ৩০ ফুট নীচে পড়লেন যাত্রীরা
এদিকে হাস্যকর এই ঘটনার ভিডিয়ো মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় চিনা টিকটক প্ল্যাটফর্ম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর বেশ কিছুদিন আগেও বাঁচার জন্য খাবারের প্লেট থেকে লাফ দিতে দেখা গিয়েছিল একটি মাছকে। সেই ক্ষেত্রেও ঘটনাস্থল চিনই।