ভাইরাল খবর
ভারতের সবচেয়ে বড় নামের স্টেশন এটি, উচ্চারণ করতে দাঁত ভাঙবে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৈচিত্র্যময় ভারত, আর এই দেশের লাইফলাইন হল রেল নেটওয়ার্ক। ভারতীয় রেলও কম বৈচিত্র্যময় নয়।
পৃথিবীর চতুর্থ ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। মোট রেল স্টেশনের সংখ্যা ৮৩৩৮টি। এই সমস্ত স্টেশনেই প্রতিদিন অসংখ্য প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন দাঁড়ায় বা ছেড়ে যায়।
প্রতিটি স্টেশনের নিজস্ব নাম রয়েছে, যা ওই অঞ্চলের ভাষা ও সংস্কৃতির প্রকাশ। ভারত বহুত্ববাদী দেশ, তাই ভারতের রেল স্টেশনগুলিতেও নামের বাহার বহু। কোনটি এত্ত বড়, কোনওটি আবার পুঁচকে। নিশ্চই জানতে আগ্রহ হচ্ছে ভারতের সবচেয়ে বড় নামের স্টেশন কোনটি ? বা সবচেয়ে ছোট নামের স্টেশন?
ভারতের সবচেয়ে বড় নামের রেল স্টেশনটির নাম উচ্চারণ করতে গেলে কিন্তু আম বাঙালির দাঁত ভেঙে যেতেই পারে। কারণ স্টেশনটির নাম হল ‘ভেঙ্কটনরসিংহরাজুভারিপেটা’ (Venkatanarasimharajuvaripeta)। যেটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত। তবে এটি শুধুমাত্র রেলস্টেশনের সাইনবোর্ডে লেখা থাকে। স্থানীয় রীতি অনুযায়ী এর আগে একটি শ্রী যুক্ত হয়। আরও আছে, স্থানীয় মানুষজনদের কাছে এই স্টেশনটি পরিচিত, “শ্রী ভেঙ্কট নরসিংহ রাজু ভারি বাহাদুর ভারি পেটা”। এত বড় নাম হলে কি হবে, এই স্টেশনে সারাদিনে মাত্র গুটিকয়েক ট্রেন দাঁড়ায়, তাও আবার প্যাসেঞ্জার ট্রেন। স্টেশনটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের রেনিগুন্টা ডিভিশনের আওতায় পড়ে।
আরও পড়ুন: কাছে-দূরে ভ্রমণে ট্রেনের ভিতরেই মিলবের ‘ডাইনিং’এর সুবিধা, কোন ট্রেনে জানুন
অপরদিকে ভারতের সবচেয়ে ছোট নামের স্টেশনটি আবার মাত্র দুই অক্ষরের। আমাদের পড়শি রাজ্য ওড়িশায় অবস্থিত ইব নদীর তীরে ছোট্ট একটি রেল স্টেশন, যার নাম ওই নদীর নামেই “ইব” (IB)। নাম ছোট্ট হলে কী হবে, স্টেশনটি খুবই পুরোনো। সেই ১৮৯১ সালে চালু হয় স্টেশনটি। সেই ব্রিটিশ আমলে নাগপুর-আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত ছিল। পরে ১৯০০ সালে হাওড়া-নাগপুর শাখায় যুক্ত হয় এই স্টেশনটি।
এটা তো গেল সবচেয়ে বড় ও ছোট নামের স্টেশনের কথা। এবার ভারতের রেলস্টেশনগুলির মধ্যে কিছু মজার মজার নামের কথায় আসা যাক। দেশের বিভিন্ন প্রান্তে নানান মজার নামের রেল স্টেশন রয়েছে। যেমন, ভাতার, সালার, শালী, সহেলি। আবার মিঁয়া কি ওয়াদা, লোটা পাহাড়, ঘটিয়া আজম খান নামের আজব স্টেশনও রয়েছে।
আরও পড়ুন: গর্বের দিনে জন্ম হওয়ার তিন নবজাতকের নাম পদ্মা-সেতু-উদ্বোধন! বিশেষ উপহার হাসিনার
এছাড়া ওডিশায় রয়েছে সিঙ্গাপুর রোড রেল স্টেশন বা বিহারেই রয়েছে ‘বিল্লি জংশন’। আবার দক্ষিণে বিজয়ওয়াড়া ও গুডুরের মঝে পাবেন স্টুয়ার্টপুরম রেল স্টেশন। আবার বেঙ্গালুরুর কাছেই রয়েছে ‘লোট্টে গোল্লা হাল্লি’ নামের একটি স্টেশন। তেমনই আছে ‘মুত গলি’ বা ‘গাধা পাদ’ নামের রেলস্টেশনও।