পরিবারে ১৫ হাজার সদস্য! চমকে যাবেন যুবরাজের জীবন দেখলে
Connect with us

ভাইরাল খবর

পরিবারে ১৫ হাজার সদস্য! চমকে যাবেন যুবরাজের জীবন দেখলে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সৌদি আরবের ক্রাউন প্রিন্স হলেন মোহাম্মদ বিন সালমান। তিনি এমবিএস নামেও পরিচিত। সারা বিশ্বে তেলের কথা উঠলে প্রথমেই আসে সৌদি আরবের কথা। সৌদি আরব তার তেল সম্পদের জন্য পরিচিত। তবে তেলের ওপর সৌদি অর্থনীতির নির্ভরতা কমাতে চান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আরও পড়ুন: হুমকির মুখে অক্ষয় কুমারের ছবি, বদল ‘পৃথ্বীরাজ’ ছবির নাম

সৌদির বর্তমান রাজার নাম সালমান বিন আব্দুল আজিজ। খারাপ স্বাস্থ্যের কারণে তার ছেলে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স। তবে এই যুবরাজের বিলাসবহুল জীবন নিয়ে সর্বদা আলোচনার শীর্ষে থাকে। প্রচুর সম্পদ, বিলাসবহুল যানবাহন, বিলাসবহুল প্রাসাদ এবং রাজকীয় জাহাজ। তবে শুধু এখানেই শেষ নয়, ২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া ও অন্যান্য দেশ থেকে আসা প্রায় ১৫০ জন সুন্দরীকে নিয়ে মালদ্বীপের একটি ব্যক্তিগত দ্বীপেও সময় কাটান যুবরাজ।

Advertisement

এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে, সৌদি রাজপরিবারে রয়েছে প্রায় ১৫ হাজার সদস্য। তাঁরা সকলেই আল-ইয়ামামাহ প্রাসাদে বসবাস করেন। সুইজারল্যান্ড, লন্ডন, ফ্রান্স এবং মরক্কো সহ সারা বিশ্বে সম্পত্তি রয়েছে রাজপরিবারের। সৌদি ক্রাউন প্রিন্স এমবিএস-এর পরিবারের সম্পদ রয়েছে ৭৩৭.৬০ ট্রিলিয়ন (৯৫ বিলিয়ন ডলার)। একই সময়ে, কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমবিএস-এর সম্পদের পরিমাণ ১ লাখ ৩৯ হাজার ৭০০ কোটি টাকার (১৮ বিলিয়ন ডলার) বেশি। এখানেই শেষ নয়, একটি বিলাসবহুল জাহাজ রয়েছে রাজপরিবারের, যার মূল্য প্রায় ৩১.২৭ বিলিয়ন। ৪৩৯ ফুট লম্বা জাহাজটিতে দুটি হেলিপ্যাড, একটি সাবমেরিন এবং একটি নাইট ক্লাব, সিনেমা থিয়েটার, জিমের মতো সুবিধা রয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.