হরিশ্চন্দ্রপুরে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ
Connect with us

বাংলার খবর

হরিশ্চন্দ্রপুরে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের মধ্যে মালদা জেলার অবস্থান একটু অন্যরকম। এর একদিকে যেমন বাংলাদেশ আবার অন্যদিকে বিহার। এই রকম অবস্থানের জন্য বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়েছে। সূত্রের খবর, বাংলা-বিহার সীমানার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় দিন দিন বেড়ে চলেছে ডাকাতির ঘটনা।

তবে এবার বড়সড় ডাকাতির ছক বানচাল করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার সশস্ত্র দুষ্কৃতীকে। বেশ কয়েকটি ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিং (২৮), ছোটন নাগ (৩০) ও শেখ ইউসুফ (২৪)। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরেই। ডাকাতির উদ্দেশ্যেই হরিশ্চন্দ্রপুরের গোলামোড়ে জড়ো হয়েছিল তারা। অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Continue Reading
Advertisement