বাংলার খবর
ফের ঝাড়গ্রামে দাঁতালের দাপট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কোন মতেই যেন থামছে না হাতির তাণ্ডব। কখনো গড়শালবনি, কখনো জিতুশোল আবার কখনো অন্য কোথাও ওদের তান্ডব চলছেই! এবার মঙ্গলবার ভোরে ঝাড়গ্রামের পাথরা এলাকা জুড়ে চলল তাণ্ডব। ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূল অঞ্চলের পাথরা এলাকায় দলমার এক দলছুট হাতির দল দেখতে পায় স্থানীয়রা। এরপরই প্রায় কয়েক ঘণ্টা যাতায়াত স্তব্ধ হয়ে পড়ে।
আরও পড়ুন: ফের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
তবে শুধু এখানেই শেষ নয়। রাস্তার ধারে খেজুর গাছ ভেঙ্গে তার ভিতরের থাকা শাস বের করে খেয়ে খেজুর গাছ গুলো রাস্তার ওপর ফেলে দেয় তাঁরা। এই ঘটনার পরই ওই এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মী ও হুলা পাটির সদস্যরা। হুলা পাটির সদস্যরা গ্রামবাসীদের সহযোগীতায় বেশকিছুক্ষনের চেষ্টায় ওই দলছুট পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হয়।
তবে প্রতিদিন খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। কখনো রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাণ্ডব চালাচ্ছে। কখনো আবার গ্রামে গিয়ে খাবারের সন্ধানে বাড়িতে তল্লাশি শুরু করছে হাতি। আর বিপাকে পড়েছে বন দফতর। তাই হাতির ওপর নজরদারি চালানোর জন্য বন দফতরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি হাতির উপর নজরদারি শুরু করবে। যাতে হাতির দল কোনভাবেই রাজ্য সড়কের উপর চলে না আসে।