বাংলার খবর
৩ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও জেলাসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনদিনের জেলা সফরে যাবেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। প্রশাসনিক বৈঠক ছাড়াও তিনি দলীয় কর্মীসভা করবেন। দুই জেলায় প্রশাসনিক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি দলকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপও নিতে পারেন তৃণমূল সভানেত্রী। তাঁর এই সফরে তিনি বৈঠক করবেন দলের ব্লক স্তরের নেতা-কর্মীদের সঙ্গেও। তবে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর ঘিরে তটস্থ পুলিশ-প্রশাসন, জেলা তৃণমূলও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর টাউন থেকেই জেলার অন্যতম মহকুমা শহর খড়গপুরের বুকে একটি সাইকেল কারখানা স্থাপনের বিষয়টি জনসমক্ষে উপস্থাপন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিন-দিনের জেলা সফরে জঙ্গলমহলের জন্য একাধিক প্রকল্পের ঘোষনা করবেন।
আরও পড়ুন: ফের ঝাড়গ্রামে দাঁতালের দাপট
অন্যদিকে, ১৮ই মে বুধবার ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রাম আসবেন তিনি। ঝাড়গ্রাম রাজ কলেজ হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবেন। সেখান থেকে সড়ক পথে তিনি বুধবার বিকালে যাবেন ঝাড়গ্রাম স্টেডিয়ামে। সেখানে প্রশাসনিক বৈঠকে হাজির থাকবেন তিনি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করে তিনি ফের হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের মহড়ার সময় হেলিপ্যাড ময়দানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা এবং ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিত সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি ঝাড়গ্রাম শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম শহরে প্রবেশের প্রতিটি পথে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নাকা চেকিংয়ের কাজ শুরু করেছে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঝাড়গ্রাম জেলার গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।