বাংলার খবর
ত্রিশূলের বদলে ভ্যাকসিন হাতে দুর্গা, অসুরের ভূমিকায় করোনা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক বছরে করোনাভাইরাস যেভাবে মানব জীবনকে গ্রাস করেছে তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। পুজো-পাঠ থেকে কর্মক্ষেত্র সমস্ত কিছুই করোনার জেরে বদলে গিয়েছে। সারা বিশ্ব করোনা আতঙ্কে জবুথবু। করোনা কেড়ে নিয়েছে বহু প্রাণ। এখনও কাড়ছে। এমন পরিস্থিতিতে এবার দুর্গাপুজোতেও করোনার থিম।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সোনাপেত্যা টোল প্লাজার কাছে জাতীয় সড়কের ধারে অভিনব দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ।অভিনব এই পুজোয় ত্রিশূলের বদলে হাতে ভ্যাকসিন নিয়ে করোনা রূপী অসুরকে বধ করছেন মা দুর্গা। শিল্পী ধীমান মাইতির হাতে গড়ে উঠছে এই অভিনব প্রতিমা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সোনাখালি ক্লাবের একটি মণ্ডপে যাবে এই প্রতিমা। প্রতিমার পাশাপাশি রয়েছে হাসপাতালে নার্স থেকে শুরু করে ডাক্তারের বিভিন্ন মডেল।
যাকে কেন্দ্র করে এক প্রকার বলা চলে অভিনবত্বের ছোঁয়া লাগতে চলেছে ঘাটালের ওই পুজোমণ্ডপে। এই অভিনব ভাবনার প্রসঙ্গে শিল্পী ধীমান মাইতি জানিয়েছেন, ‘গোটা বিশ্ব করোনায় জর্জরিত। তাই মা দুর্গা মাতৃরুপে আবির্ভূত হয়েছেন গোটা পৃথিবীকে রোগমুক্ত করতে, সবার মধ্যে শান্তি ফিরিয়ে আনতে। সেই কারণেই দুর্গার হাতে ত্রিশূলের জায়গায় করোনার ভ্যাকসিন। আর অসুরকে করোনা রূপে তুলে ধরেছি। এই অসুর তথা করোনাকে বিনাশ করেই গোটা বিশ্বকে আলোর পথ দেখাবে মা দুর্গা।’