লাইফ স্টাইল
সাবধান! ভুলেও এই দিন ঝাঁটা কিনবেন না

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আমাদের দৈনন্দিনব ব্যবহারে একটি অন্যতম বস্তু হল ঝাঁটা। এই একটি জিনিস আমাদের ঘরের যাবতীয় ময়লা দূর করতে সাহায্য করে। ঘর পরিস্কার রাখতে সাহায্য করে ঝাঁটা। ঝাঁটা আমাদের পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝাঁটার ভুল ব্যবহারের ফলে, সংসারে দেখা দিতে পারে মারাত্মক আর্থিক অনটন। তাই ঝাঁটা কেনার সময় খেয়াল রাখতে হবে অনেক দিক।
কোন দিন কিনবেন ঝাঁটা? বাস্তুশাস্ত্র অনুসারে, শনিবার একটি নতুন ঝাঁটা কেনার সেরা দিন হিসাবে বিবেচিত হয়। শনিবার বাড়িতে নতুন ঝাঁটা আনা খুবই শুভ। এতে করে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঝাঁটা সব সময় পশ্চিম দিকে কোনও ঘরে রাখবেন। এতে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না।
কোন দিন কিনবেন না ঝাঁটা? বাস্তুশাস্ত্র অনুসারে, হিন্দু মাসিক ক্যালেন্ডারে দুটি দিক রয়েছে – কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। একটি নতুন ঝাঁটা সবসময় কৃষ্ণপক্ষে কেনা উচিত। শুক্লপক্ষে নতুন ঝাঁটা বাড়িতে আনলে অশুভ ফল হয়। তাই শুক্লপক্ষে নতুন ঝাঁটা বাড়িতে আনবেন না।
ঘরের এই ৩টি জায়গায় কখনই ঝাঁটা রাখবেন নাঃ
১. বাস্তু অনুসারে, ঝাঁটা কখনই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। কারণ এই দিকে ঝাঁটা রাখলে ঘরে টাকা আসে না। তাই দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে ঝাঁটা রাখা শুভ বলে মনে করা হয়।
২. ঝাঁটা পুরনো হয়ে গেলে ভুলেও তা কখনই পোড়াবেন না। এতে সংসারের অমঙ্গল হয়।
৩. যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন, তবে ঘর বদলের সময় আপনার ব্যবহৃত ঝাঁটা কখনই পুরনো বাড়িতে ফেলে দিয়ে যাবেন না। কারণ মনে করা হয়, এতে আপনার সংসারের শ্রী আটকে থাকে পুরনো বাড়িতেই।
৪. রান্নাঘরে কখনও ঝাঁটা রাখা উচিত নয়, এরে ঘরে খাবারের অভাব দেখা দেয়।