লাইফ স্টাইল
অর্থনৈতিক মন্দা এড়াতে রইল উপায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অর্থনীতিবিদ হোক বা ব্যবসায়ী, খারাপ ভাল লেগেই থাকে। এর আগে ৭০ থেকে ৮০ বছর আর্থিক মন্দা ছিলে দেশে। বহু কষ্টে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে দেশবাসী। কিন্তু আগামী কয়েক মাসে ফের মানুষের জনজীবনে প্রভাব পড়তে চলেছে আর্থিক মন্দার। তাহলে এই উপায় থেকে বাঁচবেন কি করে? রইল কিছু উপায়-
১. যদি জিডিপি গ্রোথ রেট লাগাতার কম হতে থাকে, ইকোনমিক্স স্লোডাউন অর্থাৎ আর্থিক গতিহীনতার সময় বলা হয়। কোনও দেশ জিডিপিতে ১০ শতাংশের বেশি পতন হলে তখন সেটিকে ডিপ্রেশন বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯৩০ এর দশকে সবচেয়ে ভয়ানক মহামন্দা এসেছিল। তাই সবার প্রথমে দরকার বাড়তি খরচ কমিয়ে ফেলা। এই বিষয়টির হিসাব বের করে প্রতিমাসের জন্য কমসে কম খরচের জন্য ইমার্জেন্সি ফান্ড বের করে রাখুন।
২. মন্দার সময় কোম্পানির বিভিন্ন নিজেদের বাঁচানোর জন্য ছাঁটাই পর্ব শুরু করে। তাই এখানে প্রথমেই ছাঁটাই করতে গেলে কোম্পানিগুলি সবচেয়ে খারাপ পারফরম্যান্সের কর্মী ছাঁটাই করে। তাই আপনি এতই খারাপ পারফরম্যান্সের মধ্যে না থাকেন, সেই বিষয়টি মাথায় রেখে মন দিয়ে কাজ করুন এবং নিজেকে ভালো কর্মী বলে প্রমাণ করার চেষ্টা করতে থাকুন।
৩. শেয়ার মার্কেট এবং কেন্দ্র থেকে দূরে থাকাই ভাল। ইনভেস্টমেন্ট থাকলে আলাদা কথা। নতুন করে ইনভেস্টমেন্টের ঝুঁকি নেবেন না। লাভের জায়গায় ক্ষতি হয়ে গেলে বিপাকে পড়তে হবে।
৪. হেলথ ইন্সুরেন্সে আগামী টাকার কথা মাথায় রেখে খরচা করুন।
৫. বিভিন্ন প্রয়োজনে আমরা লোন নিই। কিন্তু এই মুহূর্তে আগামী কয়েক মাস এ সমস্ত নন ক্রেডিট কার্ডের খরচ কমিয়ে ফেলুন। কারণ এগুলি আপনাকে পরিশোধ করতে হবে। আচমকা কিছু টাকা আয় করলেও, সেটি জমিয়ে রাখুন। যা আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারে।