সাবধান! জিভের রং সাদা, হতে পারে এই রোগ
Connect with us

লাইফ স্টাইল

সাবধান! জিভের রং সাদা, হতে পারে এই রোগ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জিভের রঙ বদলে যাওয়া শারীরিক বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। এ ছাড়াও খাবার, মৃত কোষ, ব্যাকটেরিয়া, নিয়মিত জিভ পরিষ্কার না করার কারণে এর স্তর পুরু হয়ে ময়লা জমাট বাঁধে। জিভের রং হালকা গোলাপি হলেও অনেক সময় জিভে সাদা দাগও দেখা যায়। তবে এই সাদা দাগ কোন কঠিন রোগের লক্ষণও হতে পারে। । যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, কখনও কখনও তাঁদের জিভে সাদা দাগও দেখা যায়।

১. মুখে জিভের মধ্যে যদি দাঁতের কামড় পড়ে তাহলে সেক্ষেত্রে এটি টিস্যুতে একটি পুরু প্রতিরক্ষামূলক স্তর তৈরি হতে পারে। তবে দাঁতের আঘাত যদি খুব তীব্র হয় তবে এটি আপনার মুখে আলসারও সৃষ্টি করতে পারে।

২. জিভের প্যাপিলার প্রদাহের কারণে জিভ সাদা হয়। এই সময় খাবারের সূক্ষ্ম কণা, ব্যাকটেরিয়া এবং মৃত কোষ প্রদাহজনিত প্যাপিলাতে আটকে গিয়ে সাদা আবরণ সৃষ্টি করে।

Advertisement

৩. ঘুম থেকে ওঠার পর মাঝে মাঝে সাদা জিভ দেখা যায়। তার কারণ অ্যালার্জি, ঠান্ডা লাগা হতে পারে।

৪. কিছু কিছু ওষুধ সেবনের কারণেও মুখ শুষ্ক হয়ে জিভ সাদা হতে পারে। সেই ওষুধ শেষ হলে জিভ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

Tongue Infection: জিভে সাদা দাগ? এই রোগ বাড়তে দিলেই কিন্তু... - Tongue  Infection white tongue causes symptoms dead cells to get trapped between  the papillae on the surface of your tongue sum -

Advertisement