বাংলার খবর
সংক্রমণ ঊর্ধ্বমুখী, রাজ্যের ৫ স্বাস্থ্য জেলাকে সতর্ক করল স্বাস্থ্য ভবন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যেও কি চুপিসারে বাড়ছে সংক্রমণ! গত শনিবারই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল এক মহিলার মৃত্যু হয়েছিল। তারপরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। সোমবারই স্বাস্থ্য ভবনে বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব। জানা গিয়েছে, রাজ্যের ৫ স্বাস্থ্য জেলায় করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এই পাঁচটি জেলা হল, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নন্দীগ্রাম এবং বসিরহাট। এরমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার সবথেকে বেশি। ১.৬ শতাংশ। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলা। সেখানে সংক্রমণের হার ০.৯৯ শতাংশ। এছাড়া নন্দীগ্রামে ০.৭৮ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ০.৭৩ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ০.৫ শতাংশ।
রাজ্যে করোনার বাড়বাড়ন্তের ওপর নজর রাখতে গত তিন মাস ধরে ‘সেন্টিনেল সার্ভেল্যান্স’ চালাচ্ছিল রাজ্য। প্রথম দফায় ২৭-২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ১৮-২০ মে এবং জুন মাসের ১ থেকে ৩ তারিখ তৃতীয় সমীক্ষা হয়। আর তৃতীয় সমীক্ষাতেই রাজ্যের ৫ স্বাস্থ্য জেলায় করোনার সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে ধরা পড়েছে। সোমবার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসচিব উচ্চ পর্যায়ের বৈঠক করার পরই রাজ্যের সমস্ত জেলাগুলোকে করোনা আক্রান্তদের সমস্ত নথি নিয়মিত দেওয়ার নির্দেশ দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তরা কেমন আছেন, তার খোঁজখবর রাখতে একটি কমিটিও গঠন করা হচ্ছে। সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালগুলোকে করোনা ভ্যাকসিনের প্রিকশনারি এবং বুস্টার ডোজ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
এদিকে সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৮১ হাজার ৩৩৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জনের।