বাংলার খবর
বেসরকারি স্কুলগুলোর ফি বৃদ্ধিতে লাগাম টানতে শিক্ষা কমিশনের ভাবনা রাজ্যের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বাস্থ্য কমিশনের ধাঁচে এবার শিক্ষা কমিশন তৈরির পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি সহ স্কুল ও অভিভাবকদের মধ্যে নানান সমস্যার সমাধান করতে শিক্ষা কমিশন তৈরির চিন্তাভাবনা করছে রাজ্য। যদিও সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, গোটা বিষয়টিই এখন একেবারেই পরিকল্পনার স্তরে রয়েছে।
রাজ্য সরকার সূত্রে খবর, এই শিক্ষা কমিশনের নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উপর কড়া নজরদারি চালাতেই শিক্ষা কমিশন তৈরি করতে চলেছে রাজ্য। স্কুল সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে এই কমিশন।
বেসরকারি স্কুলগুলোর ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বিস্তর অভিযোগ শোনা যায়। স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভেও সামিল হন ছাত্র-ছাত্রী, অভিভাবকরা। সেই সংক্রান্ত সমস্ত অভিযোগ এবার অভিভাবকরা জানাতে পারবেন শিক্ষা কমিশনে। বেসরকারি স্কুলগুলোর কাজকর্মে হস্তক্ষেপ করার খুব একটা জায়গা নেই সরকারের। এবার শিক্ষা কমিশন তৈরি করে বেসরকারি স্কুলগুলোর ওপর নজরদারি চালানোর কথাই ভাবছে রাজ্য সরকার।
উল্লেখ্য, অতীত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেসরকারি স্কুলগুলোর লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন। বারবার তাদের ফি কমানোরও আবেদন করেছিলেন তিনি। রাজ্যের নামকরা বেসরকারি স্কুলগুলোর কর্তৃপক্ষদের তিনি ডেকে এই বিষয়ে সতর্ক করেছিলেন। তারপরও বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে হামেশাই ফি বৃদ্ধির অভিযোগ করেছেন অভিভাবকরা। এবার সেই সমস্যাতেই লাগাম টানতে রাজ্য সরকার শিক্ষা কমিশন তৈরির পথে হাঁটতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।