অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করে গ্রেফতার স্বামী! আশঙ্কাজনক প্রেমিকও
Connect with us

বাংলার খবর

অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করে গ্রেফতার স্বামী! আশঙ্কাজনক প্রেমিকও

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পিংলায় অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে নিজে হাতে খুন করল স্বামী! ঘটনায় আশঙ্কা জনক আবস্থা তাঁর প্রেমিকেরও। এমনই চঞ্চলকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম ৫ নম্বর অঞ্চলের নিবেদিতা এলাকার দক্ষিণ কলাপূজা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠেছিল। একই বাড়িতে দীর্ঘদিন যাবত তাঁরা পরস্পরের থেকে আলাদা ভাবেই বসবাস করতেন। আরও জানা গিয়েছে, গত কয়েক মাস থেকে পাশের গ্রামেরই এক যুবক সুকুমার ডকরার সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গত রবিবার সন্ধ্যেবেলা বাড়িতে ওই যুবকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বামী রবি তিরিয়া। তখনই বাড়িতে থাকা নোড়া দিয়ে স্ত্রী ও যুবককে আঘাত করেন তিনি। ওই ভারী পাথড়ের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী মিরজু তিরিয়ার (৩৫)। এবং মারের আঘাতে গুরুতর জখম হন প্রেমিক সুকুমার।

সেই অবস্থায় ওই যুবক সেখান থেকে কোনওক্রমে পালাতে সক্ষম হন। রাতেই ওই যুবককে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। মৃতার স্বামীকে রাতেই আটক করে পুলিশ। বাড়িতে তাঁদের এক নাবালক পুত্র সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

এদিকে ওই দম্পতির বিবাহিত কন্যা বন্দনা সিঙের অভিযোগের ভিত্তিতে পিংলা থানার পুলিশ রবিকে গ্রেফতার করেছে। সোমবার অভিযুক্তকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করছে পিংলা থানার পুলিশ। এ ঘটনা চাউর হতেই গোটা গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Continue Reading
Advertisement