বাংলার খবর
পারিবারিক অশান্তির জের, স্বামী ও মেয়েকে বটি দিয়ে কোপালেন স্ত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। সেই অশান্তির জেরেই স্বামী ও মেয়েকে বটি দিয়ে কোপালেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার খন্যান হোস্টেল পাড়ায়। বৃহস্পতিবার রাতে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরাই থানায় খবর দেন।
পান্ডুয়া থানার পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী তন্দ্রা ঘোষের (৫৫) হামলায় গুরুতর ভাবে জখম হয়েছেন স্বামী সুবিকাশ ঘোষ (৬৫), এবং মেয়ে সুলগ্না ঘোষ (২৪)। জানা গিয়েছে, পুলিশ যখন বাড়িতে পৌঁছায় তখনও মেয়েকে বটি দিয়ে কোপাচ্ছিলেন তন্দ্রা ঘোষ। তিন জনকে উদ্ধার করে প্রথমে পুলিশ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
বাবা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সুবিকাশ ঘোষেরর খুরতুতো ভাই লক্ষীকান্ত ঘোষ জানিয়েছেন, ‘বাড়িতে অশান্তি হচ্ছে শুনে আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই। প্রথমে মনে হয়েছিল ডাকাত পড়েছে। এসে দেখি এই সব হয়েছে। আমরাই পুলিশকে খবর দিই। দাদা আর ভাইঝিকে বউদি মেরেছে। আমরা দরজা খুলতে পারছিলাম না। পরে পুলিশ এসে দরজা ভাঙ্গে। বৌদির হয়তো মানসিক সমস্যা আছে। নাহলে এই ভাবে কেউ কোপোতে পারে! অসংলগ্ন কথা বলছে। ভাইজি ও দাদার অবস্থা খুবই আশঙ্কাজনক।’