সংসদে বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা টিকায়েতের
Connect with us

বাংলার খবর

সংসদে বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা টিকায়েতের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহারের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করলেও এখনই পুরোপুরি আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এদিন বিল প্রত্যাহারের কথা ঘোষণা করার পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী শীতকালীন অধিবেশনে এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে।

তাই সংসদের অধিবেশনের মাধ্যমে যতক্ষণ না বিল প্রত্যাহার হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেছেন, ‘আমাদের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সংসদে এই আইন প্রত্যাহার না হওয়া অবধি শান্তি নেই। আজ বৈঠকে বসে কৃষকদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।’ সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন কৃষক বিরোধী তিন কালা আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুরুনানাক জয়ন্তীর দিনটিকে এই ঘোষণার জন্য বেছে নেওয়া হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। আমরা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এই প্রত্যাহারের জন্য অপেক্ষা করব। যদি সেটা বাস্তবায়িত হয় তবে এক বছর ধরে চলে আসা কৃষক আন্দোলনের ঐতিহাসিক জয় হবে।

এই লড়াইয়ে ৭০০ জন কৃষক প্রাণ দিয়েছেন। লখিমপুর খেরি সহ এই সমস্ত মৃত্যুর জন্য সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকাররে হঠকারি সিদ্ধান্ত দায়ী। শুধুমাত্র এই তিন কৃষি আইন প্রত্যাহারই নয়, কৃষকদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি এখনও বকেয়া রয়েছে। কৃষকরা ফসল বিক্রির ক্ষেত্রে সরকারে কাছে ন্যূনতম সহায়ক মূল্য দাবি করেছিল। সেই নিয়েও দ্রুত সিদ্ধান্ত নিক সরকার। আমরা বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহারেরও দাবি জানিয়েছিলাম। বকেয়া দাবিগুলো নিয়ে খুব শীঘ্রই বৈঠকে বসবে সংযুক্ত মোর্চা। তারপরই পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।’

Advertisement