বাংলার খবর
একই মণ্ডপে ২১ দুর্গা!’বহরমপুর এবার দুর্গা-পুর’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : একটা বা দু’টো নয়, একই মণ্ডপে একুশটা দুর্গা ঠাকুর পুজো! ৮০ তম বর্ষে একই মন্ডপে ২১ রকমের দুর্গা প্রতিমা হাজির করে তাক লাগিয়ে দিয়েছে বহরমপুর লোয়ার কাদাই সার্বজনীন কমিটি। ২১ জন শিল্পীকে দিয়ে প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ঠাকুরের গঠনশৈলি আলাদা। মণ্ডপে ঢুকে দর্শনার্থীরা পর পর ২১টি দুর্গা প্রতিমা দেখতে পাবেন বহরমপুর, বেলডাঙ্গা, কান্দি, লালবাগ, আহিরণ, জঙ্গিপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা প্রতিমাগুলো তৈরি করেছেন। পঞ্চমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন হয়েছে। থিমের নাম দেওয়া হয়েছে ‘বহরমপুর এবার দুর্গা-পুর’।
উদ্যোক্তাদের দাবি, করোনা পরিস্থিতিতে শিল্পীদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সেই কারণেই ২১ জন শিল্পীকে দিয়ে ২১টি প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। লোয়ার কাদাই পুজো কমিটির অভিনব দুর্গা প্রতিমাদের দেখতে রবিবার পঞ্চমীর সন্ধ্যা থেকেই মানুষের ঢল নেমেছে। তবে কোভিড বিধি মেনেই দর্শনার্থীরা ২১ দেবী দর্শন করছেন।