সংক্রমণ কমলেও রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক পজিটিভিটি রেট
Connect with us

বাংলার খবর

সংক্রমণ কমলেও রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক পজিটিভিটি রেট

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কিছুটা স্বস্তি দিলেও দৈনিক পজিটিভিটি রেট এক লাফে ২০ শতাংশ বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ল। রাজ্যে দৈনিক পজিটিভিটি হার বেড়ে হয়েছে ২১.২৯ শতাংশ।

সোমবার রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্য নতুন করে করোন আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৫ জন। রবিবার এই সংখ্যাটা ছিল দু’হাজার ৯৬২ জন। রবিবারের মতো সোমবারও রাজ্যে করোনার বলি হয়েছেন ৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে স্বুস্থ্য হয়ে উঠেছেন ৯৬৭ জন। এই মুহূর্তে রাজ্যে স্বুস্থতার হার ৯৭.৭৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৯৬৬ জনের। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৫৭২। সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মহানগরীতে আক্রান্তের সংখ্যা ৬৫৮। এছাড়াও হুগলিতে ১৯৬, পশ্চিম বর্ধমানে ১৫২, দক্ষিণ ২৪ পরগনায় ১৪৪, নদিয়ায় ১৩৭, হাওড়ায় ১২২, পূর্ব বর্ধমানে ১১৩, পশ্চিম মেদিনীপুরে ১১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

দেশেও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৮ জন। আগের দিন সংখ্যাটা ১৮ হাজারেরও বেশি ছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন টেস্ট কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। রবিবার এই সংখ্যাটা ছিল ৪২। তবে দেশেও বেড়েছে পজিটিভিটি রেট। সোমবার দেশে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৫.৯৯ শতাংশ।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.