সমকামী সন্দেহে এক যুবতীকে ইলেকট্রিকের খুঁটিতে বেঁধে মারধর! নিন্দার ঝড় সর্বত্র
Connect with us

বাংলার খবর

সমকামী সন্দেহে এক যুবতীকে ইলেকট্রিকের খুঁটিতে বেঁধে মারধর! নিন্দার ঝড় সর্বত্র

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুদিন আগেই কলকাতায় প্রথম সমকামী বিয়ের সাক্ষী থেকেছে শহর-সহ গোটা রাজ্য। রাজ্যেই এবার সমকামী সন্দেহে এক যুবতীকে ইলেকট্রিকের খুঁটিতে বেঁধে ব্যাপক মারধরের অভিযোগ উঠল। ওই যুবতীকে বেঁধে গনধোলাইয়ের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।

ভিডিও’র সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটেছে মালদহ থানার সাহাপুর এলাকায়। ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবতীকে ইলেকট্রিকের খুঁটিতে বেঁধে বেধরক মারধর করা হচ্ছে। এবং ওই যুবতী প্রচণ্ড কান্নাকাটি করছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা কিছু বলতে নারাজ। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত কুন্ডু জানিয়েছেন, ‘আমি বাইরে ছিলাম। সমকামী সন্দেহে দু’জনকে মারধর করা হয়েছে। ঘটনাটি শুনেছি। যার সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল সে এই গ্রামের নয়। তবে মেয়েটি নাবালিকা বলে জানা গিয়েছে। ভারতবর্ষে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই এই ঘটনা মোটেও কাম্য নয়। এই ঘটনা শোনার পরই গ্রামের লোকজন চড়াও হয়ে ওই মেয়েটিকে লাইটপোস্টের সঙ্গে বেঁধে রেখেছিল বলে শুনেছি। আমি যতদূর শুনেছি, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থানে পৌঁছেছে এবং ওই মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। মেয়েটির সম্মানের কথা ভেবে পরিবারের সদস্যরা থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।’ ভারতে যেখানে সুপ্রিম কোর্টের রায়ে সমকামীতা বৈধ, সেখানে এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় বলেই মনে করছে সকলে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement