বাংলার খবর
ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, হাই অ্যালার্ট জারি এই রাজ্যগুলিতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামী ৪ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে থাকবে বজ্রপাতও। বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগণায়।
বর্তমানে ঘূর্ণাবর্তের ছেড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তা নামেনি। ফলে বৃষ্টির প্রভাবে কিছুটা স্বস্তি মিললেও এখনো পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি সম্পূর্ণরূপে যায়নি। বৃহস্পতিবার থেকে অবশ্য ভারী বৃষ্টি হতে চলেছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৪ শতাংশ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে একই ধারায় বজায় থাকবে বর্ষা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে। মালদা, কোচবিহার এবং দুই দিনাজপুরেও নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আগের তুলনায় কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ কমেছে উত্তরবঙ্গে।
অন্যদিকে, মহারাষ্ট্রের পরিস্থিত সবিশেষ খারাপ। রাজ্যের ছয় জেলায় লাল সতর্কতা ও সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গত ১ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে প্রবল বর্ষণ, বন্য়া ও ধসের ধাক্কায় পশ্চিমের রাজ্যে ১৬৪টি প্রাণীর মৃত্যু হয় বলে খবর। দিনপাঁচেক আগেও প্রবল বৃষ্টিতে ভেসেছে মুম্বই যার জেরে ব্যাহত হয় জনজীবন। কোলাপুর, নাসিক, পালঘর, পুনে ও রত্নাগিরির মতো জেলায় গত কালই লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।