বাংলার খবর
আদালত চত্বরেই বিচারকের নকল স্ট্যাম্প-স্ট্যাম্প পেপারের ব্যবসা! পুলিশের জালে দোকানী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আদালত চত্বরেই দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছে বিচারকের নকল স্ট্যাম্প ও স্টাম্প পেপারের ব্যবসা! মেদিনীপুর আদালতে বিচারকগণ সম্প্রতি জানতে পেরেছিলেন বিচারকের স্বাক্ষর ও স্টাম্প নকল হচ্ছে। তারপর তা খতিয়ে দেখে বিচারকরা গোটা বিষয়টি জানিয়েছিলেন পুলিশ সুপারকে।
অভিযোগ পেয়েই অভিযানে নামে পুলিশ। অভিযান চালিয়ে মেদিনীপুর আদালত চত্বরেই থাকা একটি কম্পিউটার সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বিচারকদের প্রচুর নকল স্ট্যাম্প, নকল স্ট্যাম্প পেপার, সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্ত ওই দোকানীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বাপি পন্ডা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর জেলা আদালত চত্বরের ভিতরেই কম্পিউটার সেন্টার খুলে জেরক্স ও নথি প্রিন্টিং করে ব্যবসা করছিল বাপি পন্ডা। এই ব্যবসার আড়ালে আদালতের বিভিন্ন নির্দেশ ও কাগজপত্রে বিচারকের নকল স্ট্যাম্প ব্যবহার করতেন তিনি। সেই সঙ্গে নকল স্ট্যাম্প পেপারও বিক্রি করতেন। বেশ কিছুদিন ধরেই তিনি এই জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প পেপারের ব্যবসা চালাচ্ছিলেন।
তাঁর দেওয়া এই সমস্ত নকল জিনিসপত্র হাতঘুরে বিচারকদের কাছে পৌঁছেছিল। সেগুলি দেখেই বুঝতে পেরে জেলা পুলিশ সুপারের কাছে তদন্তের আবেদন জানিয়েছিলেন বিচারকরা। এরপরই জেলা পুলিশের একটি দল তদন্তের পর মেদিনীপুর আদালত চত্বরে থাকা ওই কম্পিউটার সেন্টারটিতে অভিযান চালায় বৃহস্পতিবার সন্ধ্যায়। অতর্কিত অভিযানে সেই দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে জাল স্ট্যাম্প ও কাগজ। দোকান থেকে উদ্ধার হয়েছে বিচারকের নকল স্ট্যাম্প, নকল স্ট্যাম্প পেপার। পুলিশ কম্পিউটার সহ দোকানের যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
মেদিনীপুর আদালতের আইনজীবী অপূর্ব চক্রবর্তী বলেছেন, ‘আদালত চত্বরে থাকা বাপি কম্পিউটার সেন্টারে সাধারণত জেরক্স ও কম্পিউটার টাইপিং হতো। কিন্তু তার আড়ালেই সে বিচারকের স্ট্যাম্প, নকল স্ট্যাম্প পেপার, নোটারি পেপার বিক্রি করছিল। বিচারক বুঝতে পেরে পুলিশকে জানিয়েছিলেন। পুলিশ অভিযান চালিয়ে সব উদ্ধার করেছে। অভিযুক্ত দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।’